দেশে এখন
ধর্ম
0

১২ হাজার যাত্রীর হজযাত্রা অনিশ্চিত

হজযাত্রার চতুর্থ দিন আজ (রোববার, ১২ মে)। তবে এখনও হজের ভিসা পাননি প্রায় ১২ হাজার হজযাত্রী। সৌদি সরকার দু'দফা সময় বাড়ালেও ভিসা জটিলতা এড়াতে এবার তৃতীয় দফা সময় বাড়াতে চিঠি দিয়েছে মন্ত্রণালয়। তবে এখনও এ বিষয়ে কোনো জবাব দেয় নি সৌদি আরব। যদিও কর্তৃপক্ষ বলছে, শেষমেষ সকলেরই হজ নিশ্চিত করা সম্ভব হবে।

গতকাল (শনিবার, ১১ মে) দিবাগত রাত বারোটায় হজযাত্রীদের ভিসা দেওয়ার শেষ সময় ছিল। তবে সময় বাড়ানোর ব্যাপারে আশাবাদী ধর্ম মন্ত্রণালয়।

হজ এজেন্সিগুলো সৌদি আরবে হজযাত্রীদের জন্য বাড়ি ভাড়া করতে না পারায় তাদের ভিসা দেয়নি সৌদি দূতাবাস। সৌদি সরকারের ভিসার মেয়াদ শেষ হলেও রোববার দুপুর পর্যন্ত ভিসা পাননি ১১ হাজার ১শ' ৬৭ জন হজযাত্রী।

ভিসা জটিলতার জন্য অনেকেই দায়ী করছেন এজেন্সিগুলোর সদিচ্ছার অভাবকেই। তবে হাবের সভাপতি শাহদাত হোসাইন তাসলিম বলেন, বিষয়টি খতিয়ে দেখছেন তারা। গাফিলতি থাকলে নেয়া হবে প্রয়োজনীয় ব্যবস্থা।

আর হজ অফিসের পরিচালক মুহম্মদ কামরুজ্জামান আবারও বলেছেন, হজযাত্রীদের ভিসা নিয়ে দুশ্চিন্তার কোনো কারণ নেই।

আজ মোট ৮টি ফ্লাইটে ৩২০০ জন হজযাত্রী সৌদি আরবে হজের উদ্দেশ্যে ঢাকা ছেড়ে যাবেন। গতকাল শনিবার পর্যন্ত দেশ থেকে ২৪ টি ফ্লাইটে ৯৪৮৪ জন হজযাত্রী সৌদি আরবের জেদ্দা পৌঁছেছেন।

চলতি বছর নিবন্ধনকারী ৮৩ হাজার ২০৯ জন হজযাত্রী পরিবহনে প্রি হজ ফ্লাইট পরিচালিত হবে মোট ২২৮ টি। যার মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স পরিবহন করবে অর্ধেক আর বাকি অর্ধেক করবে সৌদিয়া ও ফ্লাইনাস মিলে।

চাঁদ দেখা সাপেক্ষে আগামী ১৬ জুন পবিত্র হজ অনুষ্ঠিত হবে। ১০ জুন পর্যন্ত ফ্লাইট পরিচালনা হবে বাংলাদেশ থেকে।

২০ জুন থেকে ফিরতি ফ্লাইটে দেশে ফিরতে শুরু করবেন হাজিরা।

এসএসএস