১২ হাজার যাত্রীর হজযাত্রা অনিশ্চিত
হজযাত্রার চতুর্থ দিন আজ (রোববার, ১২ মে)। তবে এখনও হজের ভিসা পাননি প্রায় ১২ হাজার হজযাত্রী। সৌদি সরকার দু'দফা সময় বাড়ালেও ভিসা জটিলতা এড়াতে এবার তৃতীয় দফা সময় বাড়াতে চিঠি দিয়েছে মন্ত্রণালয়। তবে এখনও এ বিষয়ে কোনো জবাব দেয় নি সৌদি আরব। যদিও কর্তৃপক্ষ বলছে, শেষমেষ সকলেরই হজ নিশ্চিত করা সম্ভব হবে।