ধর্ম
দেশে এখন

হজযাত্রা নিয়ে অনিশ্চয়তায় প্রায় ৪ হাজার মুসল্লি

হজযাত্রা নিয়ে এখনও অনিশ্চয়তায় প্রায় ৪ হাজার মুসল্লি। তবে অভিযুক্ত এজেন্সিগুলোর সাথে আলোচনায় বসে সমস্যার সমাধানে কথা বলছে হজ এজেন্সি এসোসিয়েশনের বাংলাদেশ (হাব)। এজেন্সিগুলোর গাফিলতিকে দায়ী করলেও শেষমেষ সবারই হজ নিশ্চিত করা সম্ভব হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

প্রায় ৫ হাজার কিলোমিটার পথ পাড়ি দিয়ে হজে যাওয়ার অপেক্ষা আল্লাহর মেহমানদের। হজ যাত্রার ৯ম দিনেও উচ্ছ্বাসের কমতি ছিল না হজযাত্রীদের চোখে মুখে। চাওয়া সবার একই, মহান স্রষ্টার কৃপা লাভ।

একজন হজযাত্রী বলেন, 'আমার যে কি পরিমাণ ভালো লাগছে সেটা আল্লাহ ছাড়া আর কেউ জানবে না। আল্লাহ যেন আমাদের কবুল করে সে আশা-আকাঙ্খা নিয়ে আমরা বের হইছি।'

আশকনা হজ ক্যাম্পে ভোগান্তি নেই মুসুল্লিদের। নেই শিডিউল বিপর্যয়ের ঘটনাও। তবে জটিলতা দেখা দিয়েছে ভিসা পাওয়া নিয়ে। আজ (শুক্রবার, ১৭ মে) দুপুর পর্যন্ত ভিসা পাননি প্রায় ৪ হাজার হজযাত্রী।

ভিসা জটিলতা নিয় অভিযোগের তীর হজ এজেন্সিগুলোর সদিচ্ছার অভাবের দিকে। তবে অভিযুক্ত এজেন্সিগুলোর সঙ্গে আলোচনা করে সমস্যার সমাধানে কথা বলছে হাব।

হাবের সভাপতি শাহদাত হোসাইন তাসলিম বলেন, 'কয়েকটা এজেন্সি এখনও ভিসা করেনি। তাদের নিয়ে আমরা আবার আজ সন্ধ্যায় বৈঠকে বসবো। তাদের আমরা সহায়তা করবো। আর যদি তাদের মধ্যে কোনো অবহেলা থাকে শাস্তি দেওয়া হবে তাদের।'

যেসব এজেন্সি বাড়ি ভাড়া না করাসহ বিভিন্ন কারণে এখনও ভিসা আবেদন করেনি। তাদের রোববারের (১৯ মে) মধ্যে সব কাজ শেষ করার সময় বেধে দিয়েছে মন্ত্রণালয়। তা না করলে লাইসেন্স বাতিল, জামানত বাজেয়াপ্তসহ কঠোর ব্যবস্থা নেয়া হবে, জানিয়েছেন হজ অফিসের পরিচালক।

হজ অফিসের পরিচালক মুহম্মদ কামরুজ্জামান বলেন, 'আজকের মধ্যে যেন বাসা ভাড়া করে কালকে ধর্ম মন্ত্রণালয়ে এটা জানান। এবং সাথে সাথে পিআইডি নম্বর ও ভিসার বিষয়টি সম্পন্ন করেন সে বিষয়ে নিশ্চিত করতে আমরা তাগিদ দিয়েছি। আশা করছি কালকের মধ্যে এটা শেষ হয়ে গেলে রোববারে আমরা সব ভিসা পেয়ে যাবো।'

পবিত্র হজ পালনে এবছর সৌদি যাচ্ছেন প্রায় ৮৫ হাজার হজযাত্রী।

এমএসআরএস

এই সম্পর্কিত অন্যান্য খবর