ধর্ম
0

অনুমতি ছাড়া হজ করলে গুণতে হবে জরিমানা

সৌদি আরবে বেড়াতে বা কাজের জন্য গিয়ে অনুমতি ছাড়া হজে অংশ নিলে স্থানীয় মুদ্রায় ৫০ হাজার রিয়াল জরিমানা গুণতে হবে। আর প্রবাসীদের ছয় মাসের কারাদণ্ড দেয়া হবে।

সৌদির হজ ও ওমরাহ মন্ত্রণালয় জানিয়েছে, চলতি বছর হজ নীতি লঙ্ঘনের বিষয়ে কঠোর অবস্থানে প্রশাসন। অপরাধ প্রমাণে ১০ বছরের জন্য সৌদি আরবে প্রবেশাধিকার হারাবেন অভিযুক্তরা।

এছাড়া সংবাদমাধ্যমেও তাদের নাম-পরিচয় প্রকাশ করা হবে। এর আগে গেল বছর যথাযথ অনুমতিপত্র ছাড়া হজযাত্রীদের পরিবহনের ক্ষেত্রে সংশ্লিষ্টদের ওপর অর্ধলাখ রিয়াল জরিমানার বিধান করে দেশটির সরকার।