‘গাছ কেটে নয়, এসো গাছ লাগিয়ে পৃথিবী বাঁচাই’ এ প্রতিপাদ্যে নরসিংদীতে নান্দনিকভাবে সাজানো হয়েছে একটি পূজামণ্ডপ। দেখলে মনে হবে, দেবী দুর্গার আরাধনার পাশাপাশি এখানে চলছে প্রকৃতি বন্দনা।
মণ্ডপে ফুটিয়ে তোলা হয়েছে ছোটবড় গাছ, গাছের পাতা, পাখি ও তরুলতায়। বিস্তীর্ণ জলরাশি ও প্রকৃতির ছোঁয়া। ছোট বড় নানা প্রাণীর অভয়ারণ্য দেখানো হয়েছে চিত্রকল্পে। গাছ কেটে ফেলায় পৃথিবীতে অক্সিজেন সংকটও ফুটিয়ে তোলা হয়েছে এ মণ্ডপে।
অগ্রণী সংঘের উপদেষ্টা আয়োজক অঞ্জন কুমার সাহা বলেন, ‘আমরা প্রকৃতিকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছি। তাই আমরা চেষ্টা করছি আমাদের এ আয়োজনের মাধ্যমে, যে কীভাবে প্রকৃতিকে ধ্বংসের হাত থেকে রক্ষা করা যায়।’
দর্শনার্থীরা জানান, বেঁচে থাকার জন্য গাছের ভূমিকা অপরিসীম। এ বিষয়টিকে ফুটিয়ে তোলা হয়েছে সুন্দরভাবে। আগামীতে পরিবেশ রক্ষার জন্য মানুষকে উদ্বুদ্ধ করবে এ ধরনের কাজ।
আরও পড়ুন:
পৌর শহরের মধ্যকান্দাপাড়ার অগ্রণী সংঘ পূজামণ্ডপ সংগঠন পরিবেশের সচেতনতামূলক বার্তা ছড়িয়ে দিতে মণ্ডপটি নির্মাণ করেছে। এর কাজ শুরু ও সাজসজ্জায় সবমিলিয়ে সময় লেগেছে চার মাস।
এছাড়াও শহরের সেবা সংঘ পূজামণ্ডপ, শীতলা বাড়ি মণ্ডপসহ শহরের প্রাণকেন্দ্রের অন্যান্য মণ্ডপগুলোতে রয়েছে বাঙালিয়ানার ব্যতিক্রমী ছোঁয়া। গ্রামীণ ঐতিহ্যের হারিয়ে যাওয়া টেরাকোটা, পাটের চট, বাঁশ ও বেতের কারুকাজের শৈল্পিকতায় ফুটে উঠেছে মণ্ডপগুলো।
শীতলা বাড়ি পূজামণ্ডপের সাধারণ সম্পাদক বাপ্পী সাহা বলেন, ‘আমরা শীতলা বাড়ি সবসময়ই চেষ্টা করি নতুন কিছু ডিজাইন করার। আমরা চেষ্টা করেছি রাজবাড়ির থিম নিয়ে মণ্ডপ সাজানোর।’
এবছর নরসিংদী জেলায় মোট ৩৫১টি মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হয়েছে। নান্দনিক এসব মণ্ডপ দেখতে ভিড় করছে জেলার বাইরের দর্শনার্থীরাও। মণ্ডপগুলোতে রয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর কড়া নজরদারি।





