আগতরা স্মরণ করেছেন মহিষাসুরকে বধের চূড়ান্ত মুহূর্তকে। এই দিনে সনাতন ধর্মাবলম্বীরা দেবীর কাছে করেন বিশেষ প্রার্থনা, যজ্ঞের বচনে মণ্ডপগুলো ছিল মুখর।
আরও পড়ুন:
শারদীয় দুর্গোৎসবে মন্দিরের মণ্ডপগুলোতে এবার নিরাপত্তার কমতি না থাকায় ছিল স্বস্তি। আনসার ও পুলিশ বাহিনীর সার্বক্ষণিক উপস্থিতি ছাড়াও আছে সেনাবাহিনীর নিয়মিত টহল।
দুর্গাদেবী এবার গজে চড়ে আসায় ভক্তদের প্রার্থনায় পৃথিবী ভরে উঠবে শস্যে আর বাংলাদেশ হয়ে উঠবে সাম্য আর ভ্রাতৃত্বের উর্বর ভূমি—এমনটাই বিশ্বাস ভক্তদের।





