প্রতিমা বিসর্জনে নৌপথে নিরাপত্তায় কোস্টগার্ড

প্রেস ব্রিফিংয়ে কোস্টগার্ড মহাপরিচালক
প্রেস ব্রিফিংয়ে কোস্টগার্ড মহাপরিচালক | ছবি: এখন টিভি
0

প্রতিমা বিসর্জন উপলক্ষে সারা দেশের নৌপথে জনগণ ও জানমালের নিরাপত্তায় কোস্টগার্ড মোতায়েন থাকবে বলে জানিয়েছেন বাহিনীর মহাপরিচালক রিয়ার এডমিরাল মো. জিয়াউল হক। আজ (বুধবার, ১ অক্টোবর) বেলা ১১টায় নারায়ণগঞ্জের মিশনপাড়া এলাকায় রামকৃষ্ণ মিশনের দুর্গামণ্ডপ পরিদর্শন শেষে এক প্রেস ব্রিফিংয়ে তিনি এ তথ্য জানান।

এসময় বিজয়া দশমীর প্রতিমা বিসর্জনে সারা দেশের নৌপথে জনগণ ও জানমালের নিরাপত্তায় সব ধরনের ব্যবস্থা নেয়ার কথাও জানান তিনি। তিনি আরও জানান, অপ্রীতিকর ঘটনা এড়াতে কোস্টগার্ড সর্বোচ্চ সতর্ক অবস্থানে থাকবে।

কোস্টগার্ড মহাপরিচালক বলেন, ‘প্রতিমা বিসর্জনের দিন অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি কোস্টগার্ডও বাড়তি নজরদারি রাখবে। পাশাপাশি প্রতিমা বিসর্জনের স্থানগুলোতে ডুবুরি দলও প্রস্তুত থাকবে।’

আরও পড়ুন:

এসময় বিসর্জনে অংশে নেয়া দর্শনার্থীদের অতি উৎসাহী হয়ে দুর্ঘটনার সৃষ্টি না করার আহ্বান জানান তিনি।

এর আগে, কোস্টগার্ড মহাপরিচালক পূজামণ্ডপ ঘুরে দেখেন এবং এখানের দায়িত্বে থাকা ব্যক্তিদের সঙ্গে কথা বলেন। সার্বিক নিরাপত্তা ও পূজা নির্বিঘ্নে উদযাপন নিশ্চিতকরণের বিষয়ে খোঁজ নেন। 

এসময় রামকৃষ্ণ মিশনের মহারাজ স্বামী একনাথা নন্দ, পূজা উদযাপন কমিটির সভাপতি শংকর কুমার দে, সাধু নাগ মহাশয় আশ্রমের সভাপতি বাবু তারাপদ আচার্য্য প্রমুখ উপস্থিত ছিলেন।

এসএইচ