নির্বাচন গ্রহণযোগ্য করতে কার্যকর পদক্ষেপ নেই: শিবির সভাপতি

ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম
ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম | ছবি: সংগৃহীত
0

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম বলেছেন, নির্বাচনকে গ্রহণযোগ্য করতে সরকারের পক্ষ থেকে যে ধরনের কার্যকর পদক্ষেপ প্রয়োজন ছিল, বাস্তবে তার প্রতিফলন দেখা যাচ্ছে না। বরং নির্বাচন কমিশন একচেটিয়া ও একপক্ষকে সুবিধা দেয়ার মতো বন্দোবস্ত করে ফেলেছে, যা পুরো নির্বাচনি পরিবেশকে প্রশ্নবিদ্ধ করছে।

আজ (শনিবার, ৩১ জানুয়ারি) সন্ধ্যায় কুমিল্লা টাওয়ার হাসপাতালে কুমিল্লা চৌদ্দগ্রামে জামায়াতের ইসলামীর নির্বাচনি জনসভা শেষে ফেরার পথে প্রতিপক্ষের হামলায় আহতদের দেখতে এসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। 

এসময় সাদ্দাম হোসেন বলেন, ‘নির্বাচন সংক্রান্ত বিভিন্ন বিষয় যেভাবে বিএনপির চাওয়ার সঙ্গে সামঞ্জস্য রেখে পরিচালিত হচ্ছে, তাতে জনগণের আস্থা ক্ষুণ্ণ হচ্ছে। এ ধারা অব্যাহত থাকলে জুলাই-পরবর্তী সময়ে দেশের মানুষ যে গণতান্ত্রিক ধারার স্বপ্ন দেখেছিল, তা ধূলিসাৎ হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে।’

আরও পড়ুন:

চৌদ্দগ্রামে সংঘটিত হামলার ঘটনার তীব্র নিন্দা জানিয়ে তিনি বলেন,‘ হামলার সঙ্গে জড়িতদের দ্রুত চিহ্নিত করে আইনের আওতায় আনতে হবে।’ 

একই সঙ্গে সারাদেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকারকে কার্যকর ভূমিকা পালনের আহ্বান জানান তিনি। অন্যথায় যেকোনো অপ্রীতিকর ঘটনার দায় সরকার ও নির্বাচন কমিশনকেই নিতে হবে বলে সতর্ক করেন শিবির সভাপতি।

উল্লেখ্য, শনিবার দুপুরে কুমিল্লায় জামায়াতে ইসলামীর নির্বাচনি সমাবেশ শেষে ফেরার পথে জামায়াত ও শিবিরের নেতাকর্মীদের ওপর অতর্কিত হামলার ঘটনা ঘটে। অভিযোগ রয়েছে, স্থানীয় বিএনপি নেতাকর্মীরা এই হামলায় জড়িত ছিলেন।

এএম