২২ বছর পর রাজশাহীতে যাচ্ছেন তারেক রহমান, উচ্ছ্বসিত নেতাকর্মীরা

সমাবেশ ঘিরে প্রস্তুতি চলছে ও তারেক রহমান
সমাবেশ ঘিরে প্রস্তুতি চলছে ও তারেক রহমান | ছবি: এখন টিভি
0

দীর্ঘ ২২ বছর পর দলীয় প্রধান হয়ে প্রথমবারের মতো আজ (বৃহস্পতিবার, ২৯ জানুয়ারি) রাজশাহী সফরে যাচ্ছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। নাটোর-রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ তিন জেলায় হবে জনসভা। সমাবেশ উপলক্ষে রাজশাহী নগরীর মাদ্রাসা মাঠে এরইমধ্যে মঞ্চ তৈরিসহ সব প্রস্তুতি শেষ করেছে বিএনপির নেতাকর্মীরা।

ঐতিহাসিক মাদ্রাসা ময়দানে মোট ১১টি জনসভা করেছেন প্রয়াত চেয়ারপারসন খালেদা জিয়া। এবার ছেলে তারেক রহমান প্রথমবারের মতো দলীয় প্রধান হয়ে আসছেন রাজশাহীতে। জনসভায় বক্তব্য রাখবেন সেই মাদ্রাসা ময়দানে। সেজন্য প্রস্তুত হচ্ছে মঞ্চে। ডগ স্কোয়াড দিয়ে পরীক্ষা-নিরীক্ষা শেষ করেছে আইনশৃঙ্খলা বাহিনী। দূরের দর্শকদের জন্য বসানো হয়েছে চারটি এলইডি স্ক্রিন। নগরের বিভিন্ন এলাকায় থাকছে মাইকে বক্তব্য প্রচারের ব্যবস্থা। বিএনপি চেয়ারম্যান আসবেন তাই উচ্ছ্বসিত নেতা-কর্মীরা।

দলের নেতাকর্মীরা জানান, তারা আশা করছেন ৫০ থেকে ৬০ লাখ মানুষের সমাগম হবে। সব শ্রেণি-পেশার মানুষে পাশে দাঁড়িয়ে তারেক রহমান দলের নেতৃত্ব দিয়েছেন। তাই সব মানুষ তার আগমনকে অভ্যর্থনা জানাবেন। মানুষ খালেদা জিয়া, জিয়াউর রহমান ও তার সন্তান তারেক রহমানকে মানুষ কতো ভালোবাসে তার প্রমাণ দেবে এ সমাবেশ বলে মনে করছেন দলের নেতাকর্মীরা।

জনসভা উপলক্ষে বুধবার দুপুরে সংবাদ সম্মেলন বিএনপি নেতা মিজানুর রহমান মিনু বলেন, তারেক রহমানের মাধ্যমে রাজশাহীর উন্নয়ন ও অগ্রগতির স্বপ্ন বাস্তবায়ন হবে এবং নির্বাচনে এ বিভাগে ভালো করবে দলীয় প্রার্থীরা।

আরও পড়ুন:

খালেদা জিয়ার সাবেক উপদেষ্টা মিজানুর রহমান মিনু বলেন, ‘আমাদের ম্যাডামের সুনিপুণ কর্মের মধ্যে দিয়ে রাজশাহী মহানগর একটি নতুন রূপ লাভ করেছিলো। আমরা এরপরের ১৭ বছর দেখেছি রাজশাহী বঞ্চিত, অপমানিত হয়েছিলো। ৩৯টি আসনে আমাদের দল বিজয় লাভ করবে আশা করা যায়।’

আশেপাশের জেলাগুলো থেকে সমাবেশে যোগ দেবে কয়েক লাখ নেতাকর্মী ও সমর্থক। বেলা ১২টায় বিমানযোগে রাজশাহী পৌঁছে, দুপুর সাড়ে ১২ টায় মঞ্চে বক্তব্য রাখবেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।

মিজানুর রহমান মিনু বলেন, ‘আমাদের নেতা মঞ্চে বক্তব্য রাখবেন। এখানে ১২টা বা ১২টা ৩০ এর মধ্যে ভাষণ রাখবেন। দ্যাট ইজ ফাইনাল।’

জনসভা মঞ্চেই রাজশাহী, নাটোর, চাঁপাইনবাবগঞ্জের সকল প্রার্থীর হাতে ধানের শীষ প্রতীক তুলে দিবেন তারেক রহমান। পরে সভা শেষে নওগাঁ হয়ে বগুড়ায় যাবেন তিনি।

এফএস