১২ ফেব্রুয়ারি ধানের শীষের ভূমিধস বিজয় হবে: সালাহউদ্দিন

সালাহউদ্দিন আহমেদ
সালাহউদ্দিন আহমেদ | ছবি: এখন টিভি
0

আগামী ১২ ফেব্রুয়ারি ধানের শীষের ভূমিধস বিজয় হবে আশাবাদ ব্যক্ত করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। আজ (বুধবার, ২৮ জানুয়ারি) সকালে কক্সবাজারের চকরিয়ার শাহারবিল ইউনিয়নে সপ্তম দিনের নির্বাচনি প্রচারণায় যোগ দিয়ে এ কথা বলেন তিনি।

সালাহউদ্দিন বলেন, ‘বিএনপি ক্ষমতায় গেলে জনগণই হবে সরকারের মালিক। দেশের কোনো মাকে যেন আর সন্তান হারানোর বেদনা সইতে না হয়।’

আরও পড়ুন:

তিনি বলেন, ‘শহিদদের আকাঙ্ক্ষার বাংলাদেশ বিনির্মাণ করবে বিএনপি। জানান, দেশ নিয়ে বিএনপির সুনির্দিষ্ট পরিকল্পনা আছে। অন্য কোনো দলের তা থাকলে প্রকাশ করুক। জনগণ যাকে পছন্দ করবে তাকেই ভোট দিবে।’

যারা ভোটের বিনিময়ে জান্নাতের কথা বলছে তারা জনগণের সঙ্গে ধোঁকাবাজি করছে বলেও মন্তব্য করেন বিএনপির এ জ্যেষ্ঠ নেতা।

এএইচ