প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, মহাসড়কের পাশে বিভিন্ন গ্রামে স্থানীয় লোকজন পারাপারে সিএনজি চলাচল করে। সকাল ১০ টার দিকে বড়তাকিয়া বাজারে মাদ্রাসার সামনে যাত্রী ওঠানামায় সিএনজিটি দাঁড়িয়ে ছিলো।
আরও পড়ুন:
এসময় ঢাকা থেকে চট্টগ্রামমুখী লেনে পেছন থেকে আসা ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে সিএনজিকে ধাক্কা দেয়। এতে ট্রাক ও সিএনজি দুটি পাশের পুকুরে গিয়ে পড়ে। এতে ঘটনাস্থলেই ২ শিক্ষার্থী নিহত হয়।
আহত ২ জনকে উদ্ধার করে হাসপাতালে পাঠায় স্থানীয় লোকজন। এ ঘটনায় মহাসড়কে কিছুটা যানজট তৈরি হয়। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।





