ডা. শফিকুর রহমান বলেন, ‘জামায়াত ক্ষমতায় গেলে যে অঞ্চলের যা প্রাপ্য সেটা সঠিকভাবে বুঝিয়ে দেয়া হবে। বাংলাদেশের আগামী রাজনীতি হবে জনগণের রাজনীতি ১৮ কোটি জনগণের রাজনীতি কোন পরিবারের রাজনীতি নয়।’
আরও পড়ুন:
হ্যাঁ ও না ভোটের বিষয়ে তিনি বলেন, ‘ভিতরে ভিতরে অনেকে গণভোটের পক্ষে অবস্থান নিয়েছেন। প্রকাশ্যে তারা প্রকাশ করছেন না। গণভোটে হ্যাঁ জিতলে আজাদী এবং না জিতলে গোলামী। হ্যাঁ ভোট জিতলে বাংলাদেশ জিতবে না জিতলে বাংলাদেশ হেরে যাবে। এতে দুর্নীতি ও চাঁদাবাজি রয়ে যাবে।’
তিনি বলেন, ‘নারীদের ফ্যামিলি কার্ড দেয়ার কথা বলছেন একটি পক্ষ। অন্যদিকে নারীদের গায়ে হাত তোলা হচ্ছে। আমরা মায়ের অপমান সহ্য করব না । তরুণদের প্রতি আহ্বান ইজ্জত ও অধিকারের প্রতি কেউ হাত দিলে প্রতিরোধ গড়ে তুলুন। উপস্থিত জনসাধারণের উদ্দেশ্যে তিনি বলেন দাঁড়িপাল্লায় ভোট দিলে আশা-আকাঙ্ক্ষা পূরণ হবে। জুলাই শহিদদের আত্মত্যাগের মর্যাদা ফিরে আসবে। দুর্নীতি চাঁদাবাজি বন্ধ হবে সমাজে ন্যায়বিচার প্রতিষ্ঠা হবে।’





