জামায়াত আমির বলেন, ‘জামায়াত ইসলামকে বিজয় করলে ন্যায় ও ইনসাফভিত্তিক সমাজ গঠন করা হবে।’
জনগণের উদ্দেশে তিনি বলেন, ‘বাংলাদেশে অনেক দলকে দেখেছেন অন্তত একটিবার জামাত ইসলামকে সুযোগ দিয়ে দেখেন। আমরা মানুষের ভাগ্য পরিবর্তনে কাজ করতে পারি কিনা।’
তিনি আরও বলেন, ‘এর আগে চার দলীয় জোট সরকারের সময় জামাত ইসলামের পক্ষ থেকে দুজন মন্ত্রী ছিলেন তারা শতভাগ স্বচ্ছতার সঙ্গে মন্ত্রণালয় পরিচালনা করেছেন। তাই চাঁদাবাজ সন্ত্রাস ও ইনসাফ ভিত্তিক সমাজ গঠনে জামাত ইসলামকে ভোটদান করতে হবে।’
আরও পড়ুন:
মেহেরপুর জেলা জামাতের আমির ও মেহেরপুর-১ (সদর-মুজিবনগর) আসনের সংসদ সদস্য প্রার্থী মাও. তাজ উদ্দিন খানের সভাপতিত্বে জনসভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মেহেরপুর-২ (গাংনী) আসনের প্রার্থী মাও. নাজমুল হুদা, ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক সিবগাতুল্লাহ।
জেলা জামায়াতে ইসলামীর রাজনৈতিক সেক্রেটারি মাও. রুহুল আমিনের সঞ্চলনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি ইকবাল হোসেন, সদর উপজেলা আমির সোহেল রানা, মেহেরপুর পৌর আমির সোহেল রানা ডলার।
এছাড়াও মুজিবনগর উপজেলা আমির খান জাহান আলী, এনসিপির কেন্দ্রীয় যুগ্ম মুখ্য সমন্বয়ক অ্যাড. শাকিল আহামেদ, জেলা এবি পার্টির আহবায়ক রফিকুজ্জামান, জেলা খেলাফত মজলিসের সভাপতি মাও হুসাইন আহমেদসহ ১০ দলীয় জোটের নেতারা বক্তব্য রাখেন।
জনসভায় জেলার তিন উপজেলা থেকে দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। জামায়াত আমির বক্তব্য শেষে মেহেরপুর-১ (সদর-মুজিবনগর) আসনে মাও. তাজ উদ্দিন খান ও মেহেরপুর-২ (গাংনী) আসনে মাও. নাজমুল হুদা দলীয় প্রার্থী হিসেবে তাদের হাতে দলীয় প্রতীক তুলে দেন জমায়াত আমির।





