২ দিনের নির্বাচনি সফরে উত্তরবঙ্গে যাচ্ছেন জামায়াত আমির

জামায়াত ইসলামীর আমির ডা. শফিকুর রহমান
জামায়াত ইসলামীর আমির ডা. শফিকুর রহমান | ছবি: সংগৃহীত
0

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রচারণার অংশ হিসেবে দু’দিনের সফরে উত্তরবঙ্গে যাচ্ছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। আগামীকাল (শুক্রবার, ২৩ জানুয়ারি) তিনি উত্তরবঙ্গ সফর করবেন।

শুক্রবার বেলা ১১ টায় পঞ্চগড়ে, দুপুর ২টায় দিনাজপুরে, বিকেল ৪টায় ঠাকুরগাঁওয়ে এবং সন্ধ্যায় বিভাগীয় শহর রংপুরে আয়োজিত জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন ডা. শফিকুর রহমান।

পরদিন সকালে জামায়াতের আমির জুলাই গণঅভ্যুত্থানের প্রথম শহিদ আবু সাঈদের কবর জিয়ারত করবেন। ওই দিন সকাল ১০টায় তিনি গাইবান্ধা জেলার পলাশবাড়ীতে আয়োজিত জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন।

এরপর দুপুর ১২টায় বগুড়ায়, বিকাল ৪টায় সিরাজগঞ্জে, সন্ধ্যা সাড়ে ৬টায় পাবনায় জনসভা শেষ করে ঢাকায় ফিরে যাবেন জামায়াত আমির।

আরও পড়ুন:

রোববার (২৫ জানুয়ারি) তিনটি দেশের রাষ্ট্রদূতের সঙ্গে সৌজন্য সাক্ষাতের পাশাপাশি ঢাকা ৫, ৬ ও ৭ আসনে জনসভা করবেন ডা. শফিকুর রহমান।

সোমবার (২৬ জানুয়ারি) সকাল ১০টায় কুষ্টিয়ায়, দুপুর ১২টায় মেহেরপুরে, বিকাল সাড়ে ৪টায় চুয়াডাঙ্গায়, সন্ধ্যা সাড়ে ৬টায় ঝিনাইদহে জনসভায় অংশ নিবেন তিনি।

পরদিন ২৭ জানুয়ারি সকাল সাড়ে ৯টায় যশোরে, দুপুর সাড়ে ১২টায় সাতক্ষীরায়, বিকেল সাড়ে ৩টায় খুলনায় এবং সন্ধ্যা সাড়ে ৬টায় বাগেরহাটে জনসভা শেষে করে ঢাকার উদ্দেশে রওনা জামায়াতের আমির।

এসএস