মৌলভীবাজারে জামায়াতসহ তিনজনের প্রার্থিতা প্রত্যাহার

মৌলভীবাজারে রিটার্নিং অফিসারে কার্যালয়
মৌলভীবাজারে রিটার্নিং অফিসারে কার্যালয় | ছবি: সংগৃহীত
0

মৌলভীবাজারে চারটি আসনের মধ্যে তিনটি আসন থেকে তিনজন প্রার্থী মনোনয়ন প্রত্যাহার করেছেন। তবে ১০ দলীয় জোটের প্রার্থীর জন্য মৌলভীবাজার-৩ (সদর-রাজনগর) আসনের জামায়াত মনোনীত প্রার্থী মনোনয়ন প্রত্যাহার করেননি। আজ (মঙ্গলবার, ২০ জানুয়ারি) তারা প্রত্যাহার করেন।

প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিনে মৌলভীবাজার-১ (বড়লেখা-জুড়ি) আসন থেকে খেলাফত মজলিসের প্রার্থী লোকমান আহমদ মনোনয়ন প্রত্যাহার করেন। মৌলভীবাজার-৩ (সদর- রানগর) থেকে মনোনয়ন প্রত্যাহার করেছেন বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী মোহাম্মদ লুৎফুর রহমান কামালী।

অপরদিকে নানা নাটকীয়তায় মৌলভীবাজার-৩ (সদর-রাজনগর) আসনে ১০ দলীয় জোটের প্রার্থী আহমদ বিল্লালের জন্য জামায়াত মনোনীত প্রার্থী মো. আব্দুল মান্নান প্রার্থিতা প্রত্যাহার করার কথা থাকলেও তিনি সেটা করেননি। সকাল ৮টা থেকে দলীয় নেতাকর্মীরা তার গ্রামের বাড়ি রাজনগর উপজেলার দত্তগ্রামে লোকজন জড়ো হয়ে তাকে ঘর থেকে বের হতে দেননি। এতে করে তিনি মনোনয়ন প্রত্যাহার করতে পারেননি।

আরও পড়ুন:

তবে জেলা জামায়াতের আমির ইঞ্জিনিয়ার সায়েদ আলী জানান, মো. আব্দুল মান্নানের প্রার্থিতা প্রত্যাহারের জন্য কাগজাদি রিটার্নিং কর্মকর্তা বরাবরে দাখিল করা হয়েছিল, কিন্তু সেটা গ্রহণ হয়নি। তবে মৌলভীবাজার-৪ (শ্রীমঙ্গল-কমলগঞ্জ) আসনে বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী নুরে আলম হামিদীকে সমর্থন দিয়ে দলীয় সিদ্ধান্তে জামায়াত মনোনীত প্রার্থী মোহাম্মদ আব্দুর রব মনোনয়ন প্রত্যাহার করেছেন। মো. আব্দুল মান্নান এর বিষয়ে এখন দলীয়ভাবেই সিদ্ধান্ত আসবে বলে জানান তিনি।

এ বিষয়ে জেলা নির্বাচন কর্মকর্তা গোলাম মোস্তফা জানান, মো. আব্দুল মান্নানের পক্ষে মনোনয়ন প্রত্যাহার চেয়ে দরখাস্ত দাখিল করা হলেও সেটা যাচাই করে তার দস্তখতের অমিল থাকায় ও তাহাকে মোবাইল ফোনে কথা বলার চেষ্টা করে না পাওয়াতে সেটা বাতিল করা হয়নি। জামায়াতের একজনসহ মোট তিনজন মনোনয়ন প্রত্যাহার করেছেন বলেও জানান তিনি।

বর্তমানে জেলার চারটি আসনে মোট ২৩ জন প্রার্থীর মধ্যে আগামীকাল (বুধবার, ২১ জানুয়ারি) প্রতীক বরাদ্ধ দেয়া হবে।

এসএস