তিনি বলেন, ‘আজকের এ ঘটনার পর বর্তমান ইসির পক্ষে নিরপেক্ষ নির্বাচন আয়োজনের করা আর সম্ভব নয়। তাদের অধীনে নির্বাচনে যাবে কি না তা পুনর্বিবেচনা করবো।’
আসিফ মাহমুদ বলেন, ‘বিএনপির শীর্ষ নেতাদের সঙ্গে দেড় ঘণ্টা বৈঠক করে এসে নির্বাচন কমিশন ঋণ খেলাপি ও দ্বৈত নাগরিকদের বিষয়ে একপাক্ষিক রায় দিয়েছে।’
তিনি বলেন, ‘একটি সুষ্ঠু নির্বাচন করার যোগ্যতা নির্বাচন কমিশন হারিয়েছে। জাতীয় সংসদ নির্বাচন এনসিপি অংশগ্রহণ করবে কি না এ বিষয়ে রাজনৈতিক পরিষদে আলোচনা করে সিদ্ধান্ত।’
এনসিপির মুখপাত্র বলেন, ‘আপিলে নির্বাচন কমিশনের পক্ষপাত দুষ্টের অভিযোগ রয়েছে। একটি নির্দিষ্ট দলের সঙ্গে বৈঠক করে প্রার্থিতা বহাল রেখে আপিলের রায় দিয়েছে। দ্বৈত নাগরিকের ক্ষেত্রে সোমবার থেকে আইনি লড়াইয়ে নামবে এনসিপি।’
তিনি আরও বলেন, ‘বড় প্রার্থীদের বাঁচানোর জন্য নির্বাচন কমিশন নানা প্রক্রিয়া অবলম্বন করছে।’ এ বিষয়ে কাল (সোমবার, ১৯ জানুয়ারি) প্রধান উপদেষ্টার সঙ্গে এনসিপি সাক্ষাৎ করবে বলেও জানান তিনি।





