২৭ আসনে যারা এনসিপির চূড়ান্ত প্রার্থী; কে কোথায়, তালিকা দেখুন

জাতীয় নাগরিক কমিটি প্রার্থী তালিকা
জাতীয় নাগরিক কমিটি প্রার্থী তালিকা | ছবি: এখন টিভি
0

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬ (Bangladesh General Election 2026) উপলক্ষে জামায়াতে ইসলামীর (Bangladesh Jamaat-e-Islami) নেতৃত্বাধীন ১০ দলীয় নির্বাচনি ঐক্যের শরিক দল জাতীয় নাগরিক পার্টি বা এনসিপি (National Citizen Party - NCP) তাদের ২৭ জন প্রার্থীর নাম চূড়ান্ত করেছে। জোটে সমঝোতা হওয়া ৩০টি আসনের মধ্যে বাকি ৩টিতেও দ্রুত প্রার্থী ঘোষণা করা হবে বলে জানিয়েছে দলটি।

একনজরে ১০ দলীয় জোট ও অন্যান্য নির্বাচনি আপডেট

বিষয়বিস্তারিত তথ্য
নির্বাচনি জোটজামায়াত–এনসিপিসহ মোট ১০টি রাজনৈতিক দল।
সমঝোতার আসন২৫৩টি সংসদীয় আসনে নির্বাচনি সমঝোতা হয়েছে।
ইসলামী আন্দোলনজোটে না থেকে এককভাবে ২৬৮ আসনে নির্বাচন করবে (বাকি ৩২ আসনে সমর্থন)।
বাকি আসনএনসিপির আরও ৩টি আসনে শিগগিরই প্রার্থী চূড়ান্ত করা হবে।

আরও পড়ুন:

জাতীয় নাগরিক পার্টি হেভিওয়েট প্রার্থী ও আসন বন্টন (Key Candidates and Seats)

আজ (রোববার, ১৮ জানুয়ারি) এনসিপির ভেরিফাইড ফেসবুক পেজে প্রার্থীদের ছবিসহ আনুষ্ঠানিক পোস্টার প্রকাশ করা হয়। সেখানে প্রার্থীদের পক্ষে দলটির নতুন নির্বাচনি প্রতীক ‘শাপলা কলি’ (Shapla Koli Symbol)-তে ভোট চাওয়া হয়েছে। এনসিপির হেভিওয়েট প্রার্থীদের মধ্যে রয়েছেন:

  • ঢাকা–১১: নাহিদ ইসলাম (আহ্বায়ক, এনসিপি)
  • পঞ্চগড়–১: সারজিস আলম (মুখ্য সংগঠক, উত্তরাঞ্চল)
  • কুমিল্লা–৪: হাসনাত আবদুল্লাহ (মুখ্য সংগঠক, দক্ষিণাঞ্চল)
  • রংপুর–৪: আখতার হোসেন (সদস্য-সচিব, এনসিপি)
  • ঢাকা–৮: নাসীরুদ্দীন পাটওয়ারী (মুখ্য সমন্বয়ক)
  • নোয়াখালী–৬: আবদুল হান্নান মাসউদ (জ্যেষ্ঠ যুগ্ম মুখ্য সমন্বয়ক)

আরও পড়ুন:

নির্বাচনি ঐক্য ও সমঝোতা (Electoral Alliance and Seat Sharing)

গত বৃহস্পতিবার রাতে কাকরাইলে এক সংবাদ সম্মেলনে জামায়াত ও এনসিপিসহ ১০টি দল ২৫৩টি আসনে নির্বাচনি সমঝোতার (Electoral Compromise) ঘোষণা দেয়। যদিও ইসলামী আন্দোলন বাংলাদেশ (IAB) শেষ মুহূর্তে এই জোট থেকে বেরিয়ে এসে ২৬৮ আসনে এককভাবে নির্বাচনের ঘোষণা দিয়েছে। এনসিপি সূত্রমতে, ইসলামী আন্দোলন বেরিয়ে যাওয়ায় তারা তাদের আসন সংখ্যা বাড়াতে জামায়াতের সাথে আলোচনা চালিয়ে যাচ্ছে।

এনসিপির কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির সেক্রেটারি মনিরা শারমিন জানিয়েছেন, দলের ৪৭ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিলেও সমঝোতার ভিত্তিতে আপাতত ২৭ জনকে চূড়ান্ত করা হয়েছে।

আরও পড়ুন:

একনজরে এনসিপি (NCP) মনোনীত প্রার্থী ও নির্বাচনি আসন

প্রার্থীর নামনির্বাচনি আসনদলে পদবি/পরিচয়প্রতীক
নাহিদ ইসলামঢাকা–১১আহ্বায়ক, এনসিপিশাপলা কলি
আখতার হোসেনরংপুর–৪সদস্য-সচিব, এনসিপিশাপলা কলি
হাসনাত আবদুল্লাহকুমিল্লা–৪দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠকশাপলা কলি
সারজিস আলমপঞ্চগড়–১উত্তরাঞ্চলের মুখ্য সংগঠকশাপলা কলি
নাসীরুদ্দীন পাটওয়ারীঢাকা–৮মুখ্য সমন্বয়কশাপলা কলি
আবদুল হান্নান মাসউদনোয়াখালী–৬জ্যেষ্ঠ যুগ্ম মুখ্য সমন্বয়কশাপলা কলি
আরিফুল ইসলাম আদীবঢাকা–১৮এনসিপি প্রার্থীশাপলা কলি
মাহবুব আলমলক্ষ্মীপুর–১এনসিপি প্রার্থীশাপলা কলি
এস এম সাইফ মোস্তাফিজসিরাজগঞ্জ–৬এনসিপি প্রার্থীশাপলা কলি
সারোয়ার তুষারনরসিংদী–২এনসিপি প্রার্থীশাপলা কলি
আবদুল্লাহ আল আমিননারায়ণগঞ্জ–৪এনসিপি প্রার্থীশাপলা কলি
এস এম সুজা উদ্দিনপার্বত্য বান্দরবানএনসিপি প্রার্থীশাপলা কলি
মাওলানা আশরাফ মাহদীব্রাহ্মণবাড়িয়া–২এনসিপি প্রার্থীশাপলা কলি
জোবাইরুল হাসান আরিফচট্টগ্রাম–৮এনসিপি প্রার্থীশাপলা কলি
মোহাম্মদ আতাউল্লাহব্রাহ্মণবাড়িয়া–৩এনসিপি প্রার্থীশাপলা কলি
মো. আবদুল আহাদদিনাজপুর–৫এনসিপি প্রার্থীশাপলা কলি
সুলতান মুহাম্মদ জাকারিয়ানোয়াখালী–২এনসিপি প্রার্থীশাপলা কলি
দিলশানা পারুলঢাকা–১৯এনসিপি প্রার্থীশাপলা কলি
নাবিলা তাসনিদঢাকা–২০এনসিপি প্রার্থীশাপলা কলি
আতিক মুজাহিদকুড়িগ্রাম–২এনসিপি প্রার্থীশাপলা কলি
জাহিদুল ইসলামময়মনসিংহ–১১এনসিপি প্রার্থীশাপলা কলি
সাইফুল্লাহ হায়দারটাঙ্গাইল–৩এনসিপি প্রার্থীশাপলা কলি
জাবেদ রাসিনঢাকা–৯এনসিপি প্রার্থীশাপলা কলি
আলী নাছের খানগাজীপুর–২এনসিপি প্রার্থীশাপলা কলি
মাজেদুল ইসলামমুন্সিগঞ্জ–২এনসিপি প্রার্থীশাপলা কলি
শামীম হামিদীপিরোজপুর–৩এনসিপি প্রার্থীশাপলা কলি
এস এম জার্জিস কাদিরনাটোর–৩এনসিপি প্রার্থীশাপলা কলি

আরও পড়ুন:

এসআর