মনোনয়ন বাতিল ও গ্রহণের বিরুদ্ধে ২ দিনে ইসিতে ১৬৪ আপিল
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রিটার্নিং অফিসার কর্তৃক মনোনয়নপত্র গ্রহণ ও বাতিলের আদেশের বিরুদ্ধে দুই দিনে নির্বাচন কমিশনে মোট ১৬৪টি আপিল দায়ের করা হয়েছে। গতকাল (মঙ্গলবার, ৬ জানুয়ারি) রাজধানীর আগারগাঁও নির্বাচন কমিশন ভবনে আপিল দায়ের কেন্দ্রে অঞ্চলভিত্তিক ১০টি বুথে এ আপিল দায়ের করা হয় বলে ইসি থেকে জানানো হয়েছে।