তিনি বলেন, ‘নির্বাচন ঘিরে আইনশৃঙ্খলা পরিস্থিতি খুব একটা উন্নত হয়েছে বলে মনে হয় না। অবৈধ অস্ত্র উদ্ধার করতে না পারা সরকারের ব্যর্থতা।’
ফখরুল বলেন, ‘আমরা আশাবাদী নির্বাচন চলাকালীন দেশের পরিস্থিতির উন্নতি হবে। এখন পর্যন্ত নির্বাচনের পরিস্থিতি ভালো। প্রচারণা শুরু হলে পরিস্থিতি বোঝা যাবে।’
আরও পড়ুন:
তিনি বলেন, ‘ক্রিকেটের সঙ্গে আন্তর্জাতিক রাজনীতি জড়িত, ভারত যা করেছে সেটা বাংলাদেশের জন্য অপমানজনক, ক্রিকেট বোর্ডের সিদ্ধান্তের সঙ্গে একমত বিএনপি।’
বিএনপির এ সিনিয়র নেতা বলেন, ‘ভারতের সঙ্গে অভিন্ন পানির ন্যায্য হিস্যা আদায় করবে বিএনপি। পারষ্পরিক সম্মান বজায় রেখেই দাবি আদায় করা হবে।’
এ সময় তিনি সাংবাদিকদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, ‘বিএনপির ঘোষিত ৩১ দফা কর্মসূচি ভালোভাবে পড়া প্রয়োজন। তার ভাষায়, এই ৩১ দফার বাইরে আর কোনো সনদ নেই।





