আজ (রোববার, ১১ জানুয়ারি) দুপুরে চট্টগ্রামের একটি পাঁচ তারকা হোটেলে প্রথম আলো আয়োজিত ‘চট্টগ্রাম কবে বাণিজ্যিক রাজধানী হবে’ শীর্ষক গোল টেবিল বৈঠকে তিনি এ কথা জানান।
বৈঠকে তিনি বলেন, ‘নাগরিক সেবা মানুষের দোরগোড়ায় পৌঁছাতে হলে সিটি গভর্নমেন্টকে আরও বেশি শক্তিশালী করতে হবে।’
আরও পড়ুন:
চট্টগ্রামকে পরিকল্পিত বাণিজ্যিক রাজধানী করার জন্য অবকাঠামগত উন্নয়ন ও সঠিক পরিকল্পনার ওপর গুরুত্ব দিয়ে এ জেলার বিনোদন সুবিধা বাড়িয়ে রাজস্ব খাতকে সমৃদ্ধ করার পরামর্শ দেন বিএনপির এ নেতা। এছাড়া চট্টগ্রামকে লজিস্টিক হাব করার জন্য কোস্টাল এরিয়াকে যথাযথ ব্যবহার করতে হবে বলেও জানান তিনি।
এসময় সিটি মেয়রসহ চট্টগ্রামের ব্যবসায়ী নেতারা বলেন, চট্টগ্রামকে সত্যিকারের বাণিজ্যিক রাজধানী করতে হলে আমদানি-রপ্তানি সংক্রান্ত গুরুত্বপূর্ণ সরকারি দপ্তর ও ব্যাংক-বিমার প্রধান কার্যালয় চট্টগ্রাম স্থানান্তর, ট্রাফিক জ্যাম কমানোর জন্য সুনির্দিষ্ট ব্যবস্থা, চসিক, চউক, বন্দর ও ওয়াসার মধ্যে কাজের সমন্বয় বৃদ্ধির ওপর গুরুত্ব দিতে হবে।
এছাড়া বিনোদনকারীদের জন্য সুযোগ-সুবিধা নিশ্চিত করার কথাও বলেন তারা।





