ম্যাচ মাই পলিসি: জনগণের মতামত নিতে তারেক রহমানের ডিজিটাল উদ্যোগ

ম্যাচ মাই পলিসি
ম্যাচ মাই পলিসি | ছবি: এখন টিভি
0

জুলাই-পরবর্তী নতুন বাংলাদেশে নীতিনির্ভর রাজনীতি (Policy-based Politics) এবং অংশগ্রহণমূলক গণতন্ত্র (Participatory Democracy) প্রতিষ্ঠার লক্ষ্যে বিএনপি এক অনন্য প্রযুক্তিগত উদ্যোগ (Match My Policy Web App) গ্রহণ করেছে। দলটির চেয়ারম্যান তারেক রহমানের (Tarique Rahman) নির্দেশনায় চালু করা হয়েছে দেশের প্রথম ইন্টারঅ্যাকটিভ ডিজিটাল পলিসি প্ল্যাটফর্ম ‘ম্যাচ মাই পলিসি’ (Match My Policy)।

গতকাল (শনিবার, ১০ জানুয়ারি) সন্ধ্যায় তারেক রহমানের ভেরিফায়েড ফেসবুক পেজে এক ভিডিও বার্তার মাধ্যমে এই ওয়েব অ্যাপটির (Web App) আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

আরও পড়ুন:

অ্যাপটির প্রধান বৈশিষ্ট্য ও কার্যকারিতা-কী আছে ‘ম্যাচ মাই পলিসি’ অ্যাপে? (Key Features & Functionality)

বিএনপির পক্ষ থেকে জানানো হয়েছে, এই অ্যাপটি কেবল একটি সফটওয়্যার নয়, বরং এটি জনগণের সঙ্গে সরাসরি সংযোগ তৈরির একটি নতুন রাজনৈতিক সংস্কৃতি (Political Culture)।

১. সোয়াইপ-ভিত্তিক ইন্টারফেস (Swipe-based Interface): অ্যাপটিতে বিএনপির বিভিন্ন প্রস্তাবিত পলিসি বা পরিকল্পনা সংক্ষিপ্ত আকারে স্ক্রিনে আসবে। ব্যবহারকারীরা ডানে বা বামে সোয়াইপ (Swipe) করে সহজেই ওই পলিসির পক্ষে বা বিপক্ষে নিজের অবস্থান জানাতে পারবেন।

২. পরামর্শ প্রদান (Giving Suggestions): অ্যাপটিতে একটি ‘ওপিনিয়ন’ (Opinion) অপশন রয়েছে। যেখানে পলিসি বিষয়ে ব্যবহারকারীরা সরাসরি তাদের পরামর্শ বা বিকল্প মতামত লিখে পাঠাতে পারবেন।

৩. পলিসি কন্টেন্ট (Policy Content): অ্যাপের শেষ অংশে বিএনপির ভবিষ্যৎ ভাবনা ও নীতিনির্ধারণী বিষয়গুলোর ওপর বিস্তারিত তথ্য বা কন্টেন্ট রাখা হয়েছে, যা ব্যবহারকারীদের দলের ভিশন সম্পর্কে গভীরভাবে জানতে সাহায্য করবে।

৪. বিশেষ কনটেন্ট (Exclusive Content): অ্যাপের শেষ অংশে বিএনপির ভবিষ্যৎ লক্ষ্য ও রাজনৈতিক ভাবনা নিয়ে বিস্তারিত কনটেন্ট যুক্ত করা হয়েছে।

আরও পড়ুন:

মূল লক্ষ্য: জেন-জি ও তরুণ প্রজন্ম (Focus on Gen-Z and Youth)

এই উদ্যোগের মূল উদ্দেশ্য হলো জেন-জি (Gen-Z) এবং দেশের তরুণ প্রজন্মকে দেশের নীতিনির্ধারণী প্রক্রিয়ায় সক্রিয়ভাবে যুক্ত করা। বিএনপির মতে, কেবল স্লোগান বা মিছিল নয়, বরং পলিসিনির্ভর রাজনীতি (Policy-driven Politics) এবং অংশগ্রহণমূলক গণতন্ত্র (Participatory Democracy) প্রতিষ্ঠার লক্ষ্যেই এই অ্যাপ তৈরি করা হয়েছে।

তারেক রহমান তার পোস্টে উল্লেখ করেছেন, ‘আপনার মতামতই ভবিষ্যৎ গড়ার শক্তি।’ আগ্রহী যে কেউ এখনই এই ঠিকানায় গিয়ে নিজের মতামত জানাতে পারেন। matchmypolicy.net

আরও পড়ুন:

এসআর