ম্যাচ মাই পলিসি: জনগণের মতামত নিতে তারেক রহমানের ডিজিটাল উদ্যোগ
জুলাই-পরবর্তী নতুন বাংলাদেশে নীতিনির্ভর রাজনীতি (Policy-based Politics) এবং অংশগ্রহণমূলক গণতন্ত্র (Participatory Democracy) প্রতিষ্ঠার লক্ষ্যে বিএনপি এক অনন্য প্রযুক্তিগত উদ্যোগ (Match My Policy Web App) গ্রহণ করেছে। দলটির চেয়ারম্যান তারেক রহমানের (Tarique Rahman) নির্দেশনায় চালু করা হয়েছে দেশের প্রথম ইন্টারঅ্যাকটিভ ডিজিটাল পলিসি প্ল্যাটফর্ম ‘ম্যাচ মাই পলিসি’ (Match My Policy)।