আজ (শুক্রবার, ৯ জানুয়ারি) বিকেলে বগুড়া মিডিয়া অ্যান্ড কালচারাল সোসাইটি ঢাকার উদ্যোগে জিয়া উদ্যানে বেগম খালেদা জিয়ার সংগ্রামী জীবন নিয়ে আলোকচিত্র প্রদর্শনী অনুষ্ঠানে যোগ দিয়ে এসব বলেন তিনি।
এসময় নজরুল ইসলাম খান বলেন, ‘খুব শিগগিরই বিএনপির ইশতেহার ঘোষণা করা হবে। বিদ্রোহীদের দলের সিদ্ধান্ত মেনে, নিজস্ব মনোনয়ন প্রত্যাহারের আহ্বান জানানো হয়েছে, আমরা আশাবাদী আগামী নির্বাচনে ধানের শীষের প্রার্থীকে শক্তিশালী করতে সকলে কাজ করবে।’
আরও পড়ুন :
এছাড়া দেশে গণতন্ত্রবিরোধীদের ষড়যন্ত্র রুখে দিতে, আইনশৃঙ্খলা বাহিনীকে সক্রিয় করতে অন্তর্বর্তীকালীন সরকারকে আহ্বান জানান তিনি।





