নির্বাচন থেকে সরলেন ‘পলাতক’ আ.লীগ নেতা; বিএনপিতে ফেরার ঘোষণা

তারেক রহমানের বাসার সামনে এ কে একরামুজ্জামান
তারেক রহমানের বাসার সামনে এ কে একরামুজ্জামান | ছবি: এখন টিভি
2

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া-১ (নাসিরনগর) আসনের স্বতন্ত্র প্রার্থী ও ‘পলাতক’ আওয়ামী লীগ নেতা সৈয়দ এ কে একরামুজ্জামান নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন। একই সঙ্গে আবারও বিএনপিতে ফেরার কথা জানিয়েছেন তিনি।

গতকাল (বৃহস্পতিবার, ৮ জানুয়ারি) রাতে প্রকাশিত এক ভিডিও বার্তায় একরামুজ্জামান জানান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে তিনি নির্বাচন থেকে সরে দাঁড়াচ্ছেন। তার ওই ভিডিও বার্তা তার বেশ কয়েকজন অনুসারী সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে শেয়ার করেন।

গতকাল গুলশানে তারেক রহমানের ‘১৯৬’ নম্বর বাসার সামনে একরামুজ্জামানকে দেখা গেছে। যদিও পুলিশের খাতায় তিনি এখনো ‘পলাতক’ আসামি হিসেবে তালিকাভুক্ত।

দলের সিদ্ধান্ত অমান্য করে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেয়ায় একসময় বিএনপি থেকে বহিষ্কৃত হন একরামুজ্জামান। পরে প্রকাশ্যেই আওয়ামী লীগে যোগ দেন তিনি। তবে এবার আবার বিএনপিতে ফেরার সিদ্ধান্ত নিয়েছেন বলে নিজেই নিশ্চিত করেছেন। আজ (শুক্রবার, ৯ জানুয়ারি) দুপুরে মুঠোফোনে বিষয়টি নিশ্চিত করেন তিনি।

এর আগে, গত ২ জানুয়ারি যাচাই-বাছাইয়ে রিটার্নিং কর্মকর্তা একরামুজ্জামানের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেন। তার বিরুদ্ধে জুলাই আন্দোলনে ছাত্রদের ওপর হামলা ও হত্যার অভিযোগে ব্রাহ্মণবাড়িয়া ও ঢাকা মহানগরের বিভিন্ন থানায় অন্তত সাতটি মামলা রয়েছে।

পুলিশের খাতায় ‘পলাতক’ থাকা একজন আসামির মনোনয়ন বৈধ ঘোষণার ঘটনায় নাসিরনগর উপজেলা বিএনপিতে তীব্র ক্ষোভ দেখা দেয়।

আরও পড়ুন:

খোঁজ নিয়ে জানা গেছে, বিগত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া-১ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করে বিজয়ী হন একরামুজ্জামান। এরপর তিনি আওয়ামী লীগে যোগ দেন। যদিও আওয়ামী লীগে যাওয়ার আগে দীর্ঘদিন তিনি বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন।

একসময় তিনি বিএনপির প্রয়াত চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা ছিলেন। তবে দলীয় সিদ্ধান্ত অমান্য করে নির্বাচনে অংশ নেয়ায় ২০২৩ সালের ২৮ নভেম্বর তাকে প্রাথমিক সদস্যসহ সব পদ থেকে বহিষ্কার করে বিএনপির কেন্দ্রীয় নেতৃত্ব।

২০২৪ সালের ১৩ ফেব্রুয়ারি ঢাকার বোটক্লাবে সাবেক গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী এবং ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের সভাপতি র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরীর উপস্থিতিতে আনুষ্ঠানিকভাবে আওয়ামী লীগে যোগ দেন একরামুজ্জামান।

নির্বাচন থেকে সরে দাঁড়ানোর কারণ জানতে চাইলে একরামুজ্জামান বলেন, ‘গতকাল বিকেলে গুলশানে তারেক রহমানের সঙ্গে আমার দেখা হয়েছে। তিনি আমাকে জানান, বিএনপি থেকে বহিষ্কারের আদেশ প্রত্যাহার করা হবে। তার নির্দেশেই আমি নির্বাচন থেকে সরে দাঁড়াচ্ছি।’

তিনি আরও বলেন, ‘এরইমধ্যে আমার লোকজনকে মনোনয়নপত্র প্রত্যাহারের জন্য পাঠানো হয়েছে। আমি আবারও বিএনপিতে ফিরছি।’

এনএইচ