আজ (শনিবার, ৩ জানুয়ারি) সকালে জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মনোনয়ন বৈধ ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা ইশরাত ফারজানা।
এর আগে, গেল বছরের নভেম্বরে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে সংবাদ সম্মেলনে ২৩৭ আসনে বিএনপির দলীয় মনোনীত প্রার্থীদের নাম ঘোষণা করা হয়। সে ঘোষণায় ঠাকুরগাঁও-১ আসনে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নাম ঘোষণা করা হয়েছিল।
আরও পড়ুন:
মনোনয়নপত্রের সঙ্গে জমা দেয়া হলফনামায় বিভিন্ন খাত থেকে তার বার্ষিক ১২ লাখ ৮৩ হাজার ১৩৩ টাকা আয় দেখিয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। হলফনামায় নিজের বিরুদ্ধে মোট ৫০টি মামলার কথা উল্লেখ করেছেন। এর মধ্যে ৪৭টি মামলা থেকে অব্যাহতি ও বাকি তিনটিতে খালাস পেয়েছেন তিনি।
উল্লেখ্য, তিনি ১৯৯৬, ২০০১, ২০০৮ ও ২০১৮ সালে ঠাকুরগাঁও-১ আসন থেকে জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন।





