মনোনয়নের বৈধতা ফিরে পেতে ৫ জানুয়ারি আপিল করবেন তাসনিম জারা

ডা. তাসনিম জারা
ডা. তাসনিম জারা | ছবি: এখন টিভি
1

ঢাকা-৯ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছিলেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে পদত্যাগ করা ডা. তাসনিম জারা। তবে আজ (শনিবার, ৩ জানুয়ারি) যাচাই-বাছাই শেষে বেলা সাড়ে ১১টার দিকে ঢাকা জেলা রিটার্নিং কর্মকর্তা তার মনোনয়ন বাতিল ঘোষণা করেন। কিন্তু আগামী সোমবার (৫ জানুয়ারি) মনোনয়নের বৈধতা ফিরে পেতে নির্বাচন কমিশনে আপিল করবেন বলে জানান তাসনিম জারা।

তিনি বলেন, ‘আমার মনোনয়নটা আপাতত গৃহীত হয়নি। আমরা আপিল করবো, আপিলের প্রক্রিয়া আমরা এরইমধ্যে শুরু করেছি।’

তিনি বলেন, ‘কারণ হিসেবে নির্বাচন কমিশন বলেছে, স্বতন্ত্র প্রার্থীর জন্য বিধি অনুযায়ী এক শতাংশ ভোটারের স্বাক্ষর নিতে হয়, সে অনুযায়ী যা ভোটার হয়, আমরা তার চেয়ে বেশিই সাবমিট করেছি। প্রায় ২০০ এর মতো বেশি ছিল। সেখান থেকে উনারা ১০ জনের ভেরিফিকেশন করতে গিয়েছেন, তার মধ্যে আটজনের তথ্য সঠিক পেয়েছেন।’

আরও পড়ুন:

তিনি আরও বলেন, ‘বাকি দুইজনের ক্ষেত্রে তারা মানুষটাকে খুঁজে পেয়েছেন, সত্যতা যাচাই করতে পেরেছেন কিন্তু সে দুইজন ঢাকা-৯ এর ভোটার ছিলেন না। উনারা জানতেন না, তারা ঢাকা-৯ এর ভোটার। একজনের বাসা খিলগাঁও। আর খিলগাঁও যেহেতু ঢাকা-৯ ও ঢাকা-১১ দুইটা আসনেই পড়ে, সেজন্য তিনি ঢাকা-৯ এর ভোটার হিসেবেই নিজেকে জানতেন। অন্যজনের ক্ষেত্রে প্রায় একইরকম অবস্থা। কিন্তু ভোটারদের জন্য জানার কোনো উপায় ছিল না যে তারা কোন আসনের ভোটার।’

এসএস