খালেদা জিয়ার প্রতি নাহিদ ইসলামের শ্রদ্ধাজ্ঞাপন

নাহিদ ইসলামের শ্রদ্ধাজ্ঞাপন
নাহিদ ইসলামের শ্রদ্ধাজ্ঞাপন | ছবি: নাহিদ ইসলামের ফেসবুক
0

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধাজ্ঞাপন করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতারা। আজ (মঙ্গলবার, ৩০ ডিসেম্বর) বিএনপির গুলশান কার্যালয়ে গিয়ে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামসহ নেতারা শ্রদ্ধাজ্ঞাপন করেন।

এসময় নাহিদ ইসলাম বলেন, ‘খালেদা জিয়ার আপোসহীন মনোভাব ও দৃঢ়তা বাংলাদেশের গণতন্ত্রকামী, মুক্তিকামী মানুষকে অনুপ্রেরণা যুগিয়েছে।’

তিনি বলেন, ‘আমরা বিশ্বাস করি, বাংলাদেশের সার্বভৌমত্বের প্রশ্নে, বাংলাদেশকে আধিপত্যবাদ মুক্ত করতে এবং গণতন্ত্র প্রতিষ্ঠা করার লড়াইয়ে বেগম খালেদা জিয়া অনুপ্রেরণা হয়ে থাকবেন।’

খালেদা জিয়ার মৃত্যুতে আগামীকাল থেকে শুক্রবার পর্যন্ত (৩১ ডিসেম্বর এবং ১ ও ২ জানুয়ারি) তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে সরকার। এছাড়া আগামীকাল সারা দেশে সাধারণ ছুটি ঘোষণা করেছে সরকার।

প্রসঙ্গত, আজ ভোর ৬টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন খালেদা জিয়া। আগামীকাল দুপুর ২টায় জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় তার নামাজে জানাজা অনুষ্ঠিত হবে।

এসএস