হাদির অসুস্থ মায়ের চিকিৎসার খোঁজ নিতে হাসপাতালে জামায়াত আমির

হাসপাতালে জামায়াত আমির
হাসপাতালে জামায়াত আমির | ছবি: জামায়াতের ফেসবুক পেজ
1

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির অসুস্থ মায়ের চিকিৎসার খোঁজ নিতে হাসপাতালে গিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। আজ (মঙ্গলবার, ৩০ ডিসেম্বর) হাদির অসুস্থ মায়ের চিকিৎসার খোঁজখবর নিতে রাজধানীর একটি হাসপাতালে যান তিনি।

জামায়াতে ইসলামী ভেরিফায়েড ফেসবুকে এ তথ্য জানানো হয়।

আরও পড়ুন:

পোস্টে উল্লেখ করা হয়েছে, হাসপাতালে গিয়ে আমিরে জামায়াত কর্তব্যরত চিকিৎসকের কাছ থেকে শহিদ শরিফ ওসমান বিন হাদির মায়ের চিকিৎসার সার্বিক অবস্থা সম্পর্কে খোঁজখবর নেন এবং সর্বোচ্চ ও যথাযথ চিকিৎসা নিশ্চিত করার জন্য চিকিৎসকদের অনুরোধ জানান। এসময় তিনি মহান আল্লাহর কাছে ওসমান হাদির মায়ের দ্রুত সুস্থতা কামনা করে দোয়া করেন।

জামায়াত আমিরের সঙ্গে সেখানে উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের নায়েবে আমির এড. ড. হেলাল উদ্দিন এবং ঢাকা মহানগরী দক্ষিণের এনডিএফের নেতারা।

এসএস