এতে বলা হয়, জনশৃঙ্খলা রক্ষার স্বার্থে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের গমনাগমন এলাকায় ঢাকা মেট্রোপলিটন পুলিশ অর্ডিন্যান্স (অর্ডিন্যান্স নং-III/৭৬) এর ২৮ ধারায় অর্পিত ক্ষমতাবলে আগামীকাল (২৫ ডিসেম্বর, বৃহস্পতিবার) থেকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত যেকোনো প্রকার ড্রোন ওড়ানো নিষিদ্ধ করা হলো।
আরও পড়ুন:
ডিএমপির নির্দেশনায়, তারেক রহমানের গমনাগমন এলাকায় বলতে—হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে জসিমউদ্দিন রোড হয়ে এয়ারপোর্ট রোড থেকে কুড়িল ফ্লাইওভার হয়ে ৩৬ জুলাই এক্সপ্রেস হয়ে পূর্বাচল। সেখানে থেকে এভারকেয়ার হাসপাতাল হয়ে এয়ারপোর্ট টু বনানী সড়ক হয়ে কামাল আতাতুর্ক এভিনিউ দিয়ে গুলশান-২ সার্কেল হয়ে গুলশান নর্থ অ্যাভিনিউ দিয়ে তার বাসভবন পর্যন্ত উল্লেখ করা হয়েছে।
এতে বলা হয়, অনুমোদনহীন ড্রোন ওড়ানোর বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। এ বিষয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশ সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করছে।
এছাড়া পৃথক আরেকটি ঘোষণায় তারেক রহমানের প্রত্যাবর্তন উপলক্ষে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এলাকায় ড্রোন ওড়ানো নিষিদ্ধ করেছে বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)।
বেবিচকের ঘোষণায় বলা হয়েছে, এয়ারপোর্টে ড্রোন ওড়ানো নিষেধ। ইলেকট্রনিক মিডিয়ার প্রতিনিধিবৃন্দ ও সর্বসাধারণকে ড্রোন না ওড়ানোর জন্য অনুরোধ করা হলো।





