তিনি ফেনী জেলা রিটার্নিং কর্মকর্তা ফেনী জেলা প্রশাসক মিজ মনিরা হকের কাছ থেকে তিনি মনোনয়নপত্র সংগ্রহ করেন।
আরও পড়ুন:
এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু বলেন, ‘আইনশৃঙ্খলা পরিস্থিতি কোনভাবেই সন্তোষজনক না। রাজনৈতিক দলগুলো যেভাবে হিংসাত্মক কার্যকলাপ করছে তা চলতে থাকলে নির্বাচন অসম্ভব হয়ে পড়বে। নির্বাচন উৎসবমুখর না হয়ে বেদনাদায়ক হয়ে পড়বে। আমরা সরকারকে বলেছি আইনশৃঙ্খলা বাহিনীর ওপর আপনাদের নিয়ন্ত্রণ নেই৷ আইনশৃঙ্খলা বাহিনী যা বলছে তা অনেকটা ফাঁকা বুলি।’
এ সময় তিনি বলেন, ‘ফেনীর জনগণের কাছে আমি মূলত একটা অভিজ্ঞতার সার্টিফিকেটের জন্য ও একটি বিষয়ে বিচার চাইতে এসেছি। নতুন রাজনৈতিক দল ও নতুন রাজনৈতিক বন্দোবস্তের কথা বলতে এসে আমাকে কিছু লোক খুব অপমান করেছে। তারা বলেছে আমাদের কোনো বেইল নাই। নতুন দলের কোনো খাওয়া নাই। আমাদের কয়টা ভোট আছে ইত্যাদি ইত্যাদি।’
মনোনয়পত্র সংগ্রহকালে তার সঙ্গে উপস্থিত ছিলেন এবি পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক ব্যারিস্টার যোবায়ের আহমেদ ভূঁইয়া, কুমিল্লা মহানগর আহ্বায়ক মিয়া তৌফিক, চট্টগ্রাম বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক ফেনীর ব্যবসায়ী শাহ আলম বাদল, ফেনী জেলার আহ্বায়ক আহছান উল্যাহ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আফলাতুন বাকী, সদস্য সচিব ফজলুল হক, যুগ্ম সদস্য সচিব নজরুল ইসলাম কামরুল, অর্থ সম্পাদক শাহীন সুলতানী প্রমুখ।





