আজ (শুক্রবার, ১৯ ডিসেম্বর) দুপুরে ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে এ দুঃখ প্রকাশ করেন তিনি।
শফিকুল আলম বলেন, ‘ভোর পাঁচটার দিকে আমি শেষ পর্যন্ত ঘুমাতে যাই, তখন জানতে পারি দ্য ডেইলি স্টারের ভেতরে আটকে থাকা সব সাংবাদিককে উদ্ধার করা হয়েছে এবং তারা নিরাপদে আছেন। তবে ততক্ষণে এই দুই পত্রিকা দেশের ইতিহাসে গণমাধ্যমের ওপর চালানো সবচেয়ে ভয়াবহ জনতা হামলা ও অগ্নিসংযোগের একটি ঘটনার শিকার হয়ে গেছে।’
আরও পড়ুন:
তিনি বলেন, ‘আপনাদের সান্ত্বনা দেয়ার মতো শব্দ আমার জানা নেই। একজন সাবেক সাংবাদিক হিসেবে শুধু এটুকুই বলতে পারি—আমি দুঃখিত। ইচ্ছে হয়, লজ্জায় আমি যেন মাটির একটি বিশাল অংশ খুঁড়ে নিজেকেই সেখানে লুকিয়ে ফেলতে পারতাম।’





