এনসিপির মনোনয়ন পেলেন গণঅভ্যুত্থানে আহত খোকন বর্মন

খোকন বর্মন
খোকন বর্মন | ছবি: সংগৃহীত
0

জুলাই গণঅভ্যুত্থানে গুলিতে মুখ বিকৃত হয়ে যাওয়া সেই খোকন চন্দ্র বর্মনকে মনোনয়ন দিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। তিনি শেরপুর-২ (নকলা-নালিতাবাড়ী) আসন থেকে এনসিপির হয়ে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন।

আজ (বুধবার, ১০ ডিসেম্বর) সকালে রাজধানীর বাংলামোটরে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে ১২৫ আসনে প্রথম ধাপের মনোনয়ন ঘোষণা করেন দলের সদস্যসচিব আখতার হোসেন।

তিনি বলেন, ‘শেরপুর-২ আসন থেকে জুলাইয়ের আহত খোকন চন্দ্র বর্মন এনসিপির হয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন।’

আহত খোকন চন্দ্র বর্মণ উন্নত চিকিৎসার জন্য বর্তমানে রাশিয়ায় অবস্থান করছেন। তিনিও সেখান থেকে ফিরে এসে নির্বাচনি প্রচারণায় অংশ নেবেন বলে জানা গেছে।

আরও পড়ুন:

এদিকে শেরপুর-১ (সদর) আসনে এনসিপির মনোনয়ন পেয়েছেন জেলা এনসিপির আহ্বায়ক ইঞ্জিনিয়ার মোহাম্মদ লিখন মিয়া। তবে এবারের ঘোষিত তালিকায় শেরপুর-৩ (শ্রীবরদী-ঝিনাইগাতী) আসনে কাউকে মনোনয়ন দেয়া হয়নি।

দলটি জানায়, পরবর্তীতে বাকি আসনের প্রার্থীদের নাম ঘোষণা করা হবে। তবে দলটি প্রার্থীদের চূড়ান্ত করার ক্ষেত্রে পরিবারকেন্দ্রিক নেতৃত্বকে চ্যালেঞ্জ জানিয়ে ‘রাষ্ট্র সংস্কার পন্থি, পেশাজীবী, শিক্ষিত ও নীতিনিষ্ঠ তরুণদের প্রাধান্য দিয়েছে।

গত ৬ নভেম্বর মনোনয়ন ফরম বিক্রি শুরু করলেও মনোনয়নপ্রত্যাশীদের আগ্রহ বিবেচনায় ২০ নভেম্বর পর্যন্ত সময় বাড়ানো হয়। এসময় ১ হাজার ৪৮৪টি মনোনয়ন ফরম বিক্রি করে তারা।

সেজু