এছাড়াও দুই উপজেলার বিভিন্ন মসজিদ-মাদরাসায় খতমে ইউনুস হিসেবে ২৬ লাখ ২৫ হাজারবার দোয়া ইউনুস পাঠ করানো হয় বলে জানিয়েছে স্থানীয় বিএনপি।
বিকেলে আখাউড়ার একটি কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত দোয়া মাহফিলে উপজেলা বিএনপির সভাপতি জয়নাল আবেদীন আব্দু, সাধারণ সম্পাদক খোরশেদ আলম ও পৌর বিএনপির সভাপতি সেলিম ভূঁইয়া প্রমুখ অংশ নেন।
এছাড়া কসবায় স্থানীয় আড়াইবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত দোয়া মাহফিলে উপজেলা বিএনপির সভাপতি ফখর উদ্দিন আহমদ খান ফখরুল ও সাধারণ সম্পাদক শরীফুল হক স্বপনসহ বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের নেতাকর্মী ও সমর্থকরা উপস্থিত ছিলেন।
দোয়া মাহফিল অনুষ্ঠানে বক্তারা বলেন, খালেদা জিয়াকে কারাগারে স্লো পয়জনিংয়ের মাধ্যমে ধীরে ধীরে মৃত্যুর মুখে ঠেলে দিয়েছে ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার। দেশের এ ক্রান্তিলগ্নে তার মতো আপোষহীন নেত্রীর ভীষণ প্রয়োজন। দ্রুত তার সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করেন বক্তারা। পরে খালেদা জিয়ার সুস্থতা কামনায় বিশেষ মুনাজাত শেষে দুস্থদের মাঝে সদকা হিসেবে খাসি দান করা হয়।





