ভেঙে দাও, গুঁড়িয়ে দাও—এটা গণতন্ত্র নয়: মির্জা ফখরুল

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর | ছবি: এখন টিভি
0

দেশে গণতন্ত্র প্রতিষ্ঠার স্বার্থে ‘মব ভায়োলেন্স’ (উচ্ছৃঙ্খল জনতার সহিংসতা) থেকে সরে আসার আহ্বান জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, গণতন্ত্রের প্রধানতম কথা হচ্ছে, অন্যের মত সহ্য করতে হবে। আমি কথা বলব, আপনার কথা সহ্য করব না, পিটিয়ে দেব, মব ভায়োলেন্স তৈরি করব, কিছু মানুষ জড়ো করে বলব, ‘ভেঙে দাও, গুঁড়িয়ে দাও, তাকে মেরে ফেলো পিটিয়ে’—এটা গণতন্ত্র নয়।

রাজধানীর লেক শোর হোটেলে আজ (বুধবার, ১৯ নভেম্বর) দুপুরে এক আলোচনা সভায় মির্জা ফখরুল এসব কথা বলেন। ‘চব্বিশের গণঅভ্যুত্থানে বিএনপি’ শীর্ষক সংকলিত গ্রন্থের প্রকাশনা উপলক্ষে এ সভার আয়োজন করা হয়। এর আগে জুলাই গণঅভ্যুত্থানের ওপর নির্মিত একটি প্রামাণ্যচিত্র দেখানো হয়।

মির্জা ফখরুল বলেন, ‘শেখ হাসিনার মানবতাবিরোধী অপরাধের মামলার রায় হচ্ছে একদিকে, আর অন্যদিকে দেখি মবোক্রেসি হচ্ছে। এটা কীসের আলামত আমি জানি না। আমি তো মনে করি, ওই রায়ের যে গুরুত্ব তা কমিয়ে দেয়ার জন্য এবং একটা বিশেষ মহল ভিন্ন খাতে বিশ্বদৃষ্টিকে নেয়ার জন্য এ কাজগুলো করছে।’

এসময় তিনি বলেন, ‘আমরা সকলকে নিয়ে, সকল ধর্ম, সকল বর্ণ, সকল মত নিয়ে একসঙ্গে আমরা একটা রেইনবো ন্যাশন ক্রিয়েট করতে চাই। এটা আমাদের ঘোষিত রীতি।’

চব্বিশের জুলাই অভ্যুত্থান-পরবর্তী ফ্যাসিবাদবিরোধী রাজনৈতিক দলগুলো জুলাইয়ে নিজেদের ভূমিকা নানাভাবে জনপরিসরে তুলে ধরার চেষ্টা করে যাচ্ছে। আজ জনগণের কাছে নিজেদের ইতিহাস তুলে ধরতে চব্বিশের গণঅভ্যুত্থানে বিএনপি নামক বই প্রকাশ করে বিএনপি।

বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে অংশ নেয় বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীসহ শরীক দলের নেতারা। এসময় নেতারা জানান, কেউ আর ফ্যাসিবাদে ফিরতে চায় না। ফ্যাসিবাদবিরোধী সকল শক্তিকে ঐক্য ধরে রাখার আহ্বান জানান তারা।

বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেন, ‘এখানে শুধু বিএনপি নয় বা বিএনপির কিছু নেতৃবৃন্দ নয় যে এ অত্যাচার নির্যাতনের শিকার হয়েছি।’

আরও পড়ুন:

বিএনপির স্থায়ী কমিটির সদস্য, নারী ও শিশু অধিকার ফোরামের আহ্বায়ক বেগম সেলিমা রহমান বলেন, ‘সত্যিকার একটা দেশে সুশাসন প্রতিষ্ঠা করা যা কি না আমাদের আগামী নির্বাচনের মধ্য দিয়ে আমরা সম্ভব করতে পারি।’

এসময় বিএনপি কোনো বিপ্লবী দল নয় উল্লেখ করে আসন্ন নির্বাচনে বিএনপি শরিক দলগুলো নিয়ে একটি গণতান্ত্রিক মোর্চা গঠন করবে বলেও জানায় মির্জা ফখরুল। দেশের রাজনৈতিক স্থিতিশীলতা ধরে রাখতে ফ্যাসিবাদবিরোধী দলগুলোকে ঐক্যবদ্ধ থাকার আহ্বানও জানান তিনি।

এনপির মহাসচিব বলেন, ‘নির্বাচন আসছে। বিএনপির ওপর দায়িত্ব বেশি পড়েছে। বিএনপিকে সত্যিকার অর্থেই এমন একটা মোর্চা গড়ে তুলতে হবে, যা গণতন্ত্রের জন্য লড়াই করেছে অতীতে, লড়াই করবে এবং গণতন্ত্রকে এখানে প্রতিষ্ঠানিক রূপ দেবে। এমন মোর্চাই আমাদের গড়তে হবে।’

ইএ