তিনি বলেন, ‘আইনের শাসন ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় বিএনপি সবসময় দৃঢ়প্রতিজ্ঞ।’
তার মতে, ছাত্র-গণঅভ্যুত্থানে ছাত্র, শ্রমিক, নারী-শিশুসহ অসংখ্য মানুষের আত্মদান ও ত্যাগ-তিতিক্ষার মধ্য দিয়ে ফ্যাসিবাদী ও দমন-পীড়নমূলক আওয়ামী শাসনামলের অবসান ঘটে।
মির্জা ফখরুল বলেন, ‘জনমত ও জনগণের প্রত্যাশা ছিল পতিত স্বৈরশাসক ও তার সহযোগীদের মানবতাবিরোধী অপরাধ, নৃশংস হত্যা ও গণহত্যার দায়ে বিচারের মুখোমুখি করা যা পূরণ হয়েছে।’
এ পরিস্থিতিতে জনগণকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি এবং অন্যান্য মামলায় অভিযুক্তদের ক্ষেত্রেও ন্যায়সঙ্গত বিচার নিশ্চিত করার দাবি তোলেন।





