নিজ এলাকায় প্রচারণায় নেমেছেন লুৎফুজ্জামান বাবর

নেতাকর্মীদের মধ্যে লিফটলেট বিতরণ ও কুশল বিনিময় করছেন বাবর
নেতাকর্মীদের মধ্যে লিফটলেট বিতরণ ও কুশল বিনিময় করছেন বাবর | ছবি: এখন টিভি
0

দীর্ঘ ১৭ বছর পর বিএনপির মনোনয়ন নিয়ে আবারও প্রচারণায় নেমেছেন বিএনপির সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর। আজ (রোববার, ১৬ নভেম্বর) দুপুরে তার নিজ নির্বাচনি এলাকা নেত্রকোণা ৪ (মদন, মোহনগঞ্জ, খালিয়াজুরী) এলাকায় প্রচারণায় নামেন তিনি।

এ সময় তিনি স্থানীয়দের মাঝে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা লিফলেট বিতরণ করেন।

এর আগে সকালে বাঁশরী মেহেরুন্নেসা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের শুভেচ্ছা বিনিময় করেন তিনি। এছাড়াও বারইবাজার, খাগুরিয়া, খেরজানি বাজার, কাইটাল ইউনিয়নের বিভিন্ন বাজারে প্রচার প্রচারণার পাশাপাশি ৩১ দফা লিফলেট বিতরণ করেন।

এদিকে দীর্ঘদিন পর নেতাকর্মীরা হাওর পাড়া ভাটি বাংলার নেতা লুৎফুজ্জামান বাবরকে পেয়ে ফুল দিয়ে বরণ করে নেন। এই সময় তিনি নেতাকর্মীদের সঙ্গে কুশল বিনিময় সহ ২৬ এর জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীর্ষ প্রতীকে ভোট দিয়ে আবারো হাওর পারে মানুষের সেবা করার জন্য সুযোগ চান।

দুপুরের পর সকল প্রচার-প্রচারণা শেষ করে নিজের এলাকা ছেড়ে আবারো ঢাকার উদ্দেশ্যে রওনা করেন তিনি। এর আগে গত শুক্রবার (১৪ নভেম্বর) বিএনপির মনোনয়ন পাওয়ার পর প্রথমবারের মতো নিজের নির্বাচনি এলাকায় আসেন তিনি।

এরপর গেল চার দিন মদন, মোহনগঞ্জ, খালিয়াজুরী বিভিন্ন এলাকায় ঘুরে নেতাকর্মীদের সাথে সৌজন্য সাক্ষাতের পাশাপাশি স্থানীয় নেতাকর্মীদের আয়োজিত জনসভায় অংশগ্রহণ করেন।

এ সময় তিনি বলেন, ‘দীর্ঘ ১৭ বছর পর কারামুক্ত হয়ে আবারও নির্বাচন করতে পারব কখনো ভাবিনি। এজন্য মহান আল্লাহ তাআলার কাছে শুকরিয়া জানাই। পাশাপাশি আমার দল আমার নেত্রী খালেদা জিয়া ও নেতা তারেক রহমানের কাছেও শুকরিয়া আদায় করছি। আবারও এই ভাটি বাংলার মানুষের সেবা করার সুযোগ দিয়েছেন।’

এএইচ