শেখ হাসিনার রায়কে কেন্দ্র করে একটি মহল নাশকতার ষড়যন্ত্র করছে: ফখরুল

ঠাকুরগাঁওয়ে মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর
ঠাকুরগাঁওয়ে মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর | ছবি: এখন টিভি
0

শেখ হাসিনাসহ তিনজনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালতে আগামীকাল (সোমবার, ১৭ নভেম্বর) রায় ঘোষণার কথা রয়েছে। আর এটিকে কেন্দ্র করে একটি মহল নাশকতার ষড়যন্ত্র করছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

আজ (রোববার, ২৬ নভেম্বর) ঢাকায় এক অনুষ্ঠানে দেয়া বক্তব্যে তিনি এ কথা বলেন। তিনি বলেন, ‘শেখ হাসিনাসহ তিনজনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ আদালতে সোমবার যে রায় হওয়ার কথা সেটা নিয়ে দেশে একটা আতঙ্ক বিরাজ করছে।’

মির্জা ফখরুল বলেন, ‘রায় নিয়ে দেশে একটা চরম অনিশ্চয়তা, একটা আতঙ্ক বিরাজ করছে। একটা মহল এটা নিয়ে বাংলাদেশে নৈরাজ্য সৃষ্টির পাঁয়তারা করছে।’

নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, ‘বিভিন্ন দাবি তুলে ধরে কিছু মহল নির্বাচনকে বিলম্বিত করতে চায়। নির্বাচনই একমাত্র পথ যা দিয়ে গণতন্ত্রে যেতে পারবো। জনগণের আশা আকাঙ্ক্ষা পূরণ করতে পারবো।’

বিএনপির এ সিনিয়র নেতা বলেন, ‘কিছু গোষ্ঠী, মহল পরিকল্পিতভাবে নির্বাচনকে বিলম্বিত করতে চায়। এ কারণে নানা দাবি তুলছে। অর্থনীতি ও নিরাপত্তা খারাপের দিকে যাচ্ছে। নির্বাচিত সরকার না আসলে আরও খারাপের দিকে যাবে।’

এএইচ