একটি গোষ্ঠী পরিকল্পিতভাবে নির্বাচনকে বিলম্বিত করতেই নানা দাবি তুলছে: মির্জা ফখরুল

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর | ছবি: সংগৃহীত
0

একটি গোষ্ঠী পরিকল্পিতভাবে নির্বাচনকে বিলম্বিত করতেই নানা দাবি তুলছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ (রোববার, ১৬ নভেম্বর) দুপুরে মওলানা আব্দুল হামিদ খান ভাসানীর ৪৯তম মৃত্যু বার্ষিকী উপলক্ষে জাতীয় প্রেসক্লাবের আলোচনা সভায় এসব কথা বলেন তিনি।

দেশের অর্থনীতি ও নিরাপত্তা ব্যবস্থাকে খারাপ উল্লেখ করে তিনি শঙ্কা প্রকাশ করে বলেন, ‘নির্বাচিত সরকার না আসলে পরিস্থিতি আরও খারাপের দিকে যাবে। নির্বাচনই একমাত্র পথ যা দিয়ে গণতন্ত্রে যেতে পারবো। জনগণের আশা আকাঙ্ক্ষা পূরণ করতে পারবো।’

আরও পড়ুন:

এ সময় মির্জা ফখরুল বলেন, ‘আগামীকাল শেখ হাসিনার রায়কে কেন্দ্র করে দেশে একটা মহল নাশকতার ষড়যন্ত্র করছে।’

সেজু