মানুষের সেন্টিমেন্ট না বুঝলে দায়িত্বে থাকার নৈতিকতা নেই: মুফতি আমির হামজা

জামায়াত মনোনীত এমপি প্রার্থী মুফতি আমির হামজা
জামায়াত মনোনীত এমপি প্রার্থী মুফতি আমির হামজা | ছবি: এখন টিভি
1

মানুষের সেন্টিমেন্ট না বুঝলে দায়িত্বে থাকার নৈতিকতা নেই বলে মন্তব্য করেছেন জামায়াত মনোনীত এমপি প্রার্থী মুফতি আমির হামজা। আজ (শনিবার, ১৫ নভেম্বর) বিকেলে কুষ্টিয়া-৩ (সদর) আসনে নিজের নির্বাচনি এলাকায় মোটরসাইকেল শোভাযাত্রা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।

তিনি বলেন, ‘আগামী নির্বাচনে যেন আল্লাহ দাড়িপাল্লাকে সংসদে পাঠায়। ৫ দফা দাবিতে জামায়াতসহ সমমনা আট দল মিলে তারা এখন রাজপথে আন্দোলনে আছেন এবং আশা করছেন দায়িত্বশীলদের শুভ বুদ্ধির উদয় হবে।’

আরও পড়ুন:

আমির হামজা বলেন, ‘সরকারে যারা আছেন তারা এত মানুষের সেন্টিমেন্ট যদি না বোঝেন, তবে দায়িত্বে থাকা ঠিক নয়। আমরা জানি—ওনারা হয়তো মানবেন না, আর না মানলে পরের অবস্থা দেখবো ইনশাল্লাহ।’

তিনি বলেন, ‘আমরা যেখানে গেছি, সেখানকার মানুষ ঘর থেকে বের হয়ে সালামের জবাব দিয়েছে। আশা করছি, এভাবে এগোতে পারলে আগামী নির্বাচনে বিপুল ভোটে দাড়িপাল্লা বিজয়ী হবে।’

এসময় নির্বাচনি শোভাযাত্রায় প্রায় ছয় হাজার মোটরসাইকেল নিয়ে তার কর্মী সমর্থকরা প্রচারণা চালান।

ইএ