রুহুল কবির রিজভী বলেন, ‘বাংলাদেশ ব্যাংকের টাকা, পদ্মা সেতুর টাকা, ফ্লাইওভারের টাকা, সবকিছুর টাকা আছে আওয়ামী লীগের কাছে। যা দিয়েই নাশকতা তৈরি করে একটা চোরারাস্তা করছে আওয়ামী লীগ। আর নাশকতা তৈরিতে ভারত থেকে অডিও বার্তা দিচ্ছে শেখ হাসিনা।’
আরও পড়ুন:
তিনি বলেন, ‘পলাতক নেতারা কখনো সুস্থ চিন্তা করতে পারে না। তারা একটার পর একটা কুচিন্তা, ষড়যন্ত্র করবেই। আমরা ড. ইউনূসকে বলেছি, যারা দোসর আছে তাদের বিষয়ে সতর্ক থাকুন। কিন্তু সামগ্রিকভাবে তারা সেটা করতে পারেনি। প্রশাসন বিএনপি বা ছাত্রদলের কিছু দেখলেই হামলে পড়ছে।’
এর আগে তিনি ৭ নভেম্বর নিয়ে আলোচনায় দেশের বহুদলীয় গণতন্ত্রে বিএনপির অবদানের কথা তুলে ধরে বক্তব্য দেন বিএনপির এই নেতা।
সাম্প্রতিক রাকসু নির্বাচন নিয়ে হতাশ হবার কিছু নেই মনে করেন রুহুল কবির রিজভী।
তিনি ছাত্রদের উদ্দেশে বলেন, ‘রাজশাহী বিশ্ববিদ্যালয়ে একটা সহ-অবস্থান তৈরি হয়েছে। যা গেল ১৬-১৭ বছরে ছিল না। ফ্যাসিবাদের ছোবলে বিভিন্ন প্রতিষ্ঠানের পাশাপাশি বিশ্ববিদ্যালয়গুলোও আক্রান্ত হয়েছিলো। যেখানে ছাত্রদল সহপাঠীদের নিয়ে বসতেও পারেনি, রাকসু নিয়ে হতাশ হবার কিছু নেই।’





