গতকাল (সোমবার, ১০ নভেম্বর) সন্ধ্যায় পুরান পল্টনে ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় কার্যালয়ে আটটি ইসলামী দলের বৈঠক শেষে যৌথ প্রেস ব্রিফিংয়ে একথা জানান জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ।
আরও পড়ুন:
তিনি বলেন, ‘যারা বলে গণভোট সংবিধানে নেই তারা মূলত ফ্যাসিবাদ আমলকে সমর্থন করে।’ সংবিধান মানতে হলে ২৬ সালে নির্বাচন আয়োজন সম্ভব না উল্লেখ করে তিনি বলেন, ‘সে অনুযায়ী ৫ বছর পূরণের জন্য অপেক্ষা করতে হবে।’
হামিদুর রহমান আযাদ বলেন, ‘বিএনপি ইসলামী দলগুলোর ডাকে সাড়া না দিলেও, বিএনপি ডাকলে ইসলামী দলগুলো আলোচনায় বসবো। আলোচনায় সমাধান না হলে, আন্দোলন চালিয়ে যাওয়ার হুশিয়ারি দেয়া হয় ব্রিফিং থেকে।’





