হাসনাত আবদুল্লাহ বলেন, ‘আমরা নাকি ২০টি আসনের বিনিময়ে জোট করে ফেলেছি। কিন্তু আমরা প্রথম দিন থেকে বলে আসছি যারা সংস্কারে বিশ্বাস করে— চাঁদাবাজ, টেন্ডারবাজদের বিপক্ষে প্রয়োজনে তাদেরকে দলে নিয়ে জোট গঠন করবো।’
তিনি বলেন, ‘বিএনপি জিয়ার আদর্শ থেকে শত মাইল দূরে সরে গেছে। তাই তারা চাঁদাবাজিতে লিপ্ত হয়েছে। যারা জিয়ার আদর্শ ধারণ করে তাদের জন্য এনসিপির দরজা খোলা রয়েছে।’
আরও পড়ুন:
এসময় এনসিপি এ নেতা দাবি জানান, নির্বাচনের আগে অবশ্যই জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে।
তিনি বলেন, ‘আগামী জাতীয় নির্বাচনের আগে অবশ্যই জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে। আর সেই আদেশ দিতে হবে ড. ইউনূসকে।’
দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়ে হাসনাত বলেন, ‘আগামী নির্বাচন বানচালে ষড়যন্ত্র চলছে। নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে রাজনৈতিক দলের দায় রয়েছে। কোনোভাবেই তা এড়ানোর সুযোগ নেই।’
জেলা শিল্পকলা একাডেমিতে আয়োজিত এ সমন্বয় সভায় কেন্দ্রীয় নেতারাসহ জেলা ও উপজেলার বিভিন্ন স্তরের নেতাকর্মী ও সমর্থকরা উপস্থিত ছিলেন।





