স্নিগ্ধ বলেন, ‘বিশ্বের বিভিন্ন দেশে তরুণরা রাজনীতিতে এসে দেশকে বড় ধরনের পরিবর্তন করে দিচ্ছে। আগামী দিনে তরুণরা যেন পরিচ্ছন্ন রাজনীতির মাধ্যমে দেশকে বদলে দিতে পারে, সে কাজটিই করে যাচ্ছেন তারেক রহমান। অভিষ্ট লক্ষ্যে পৌঁছাতে পারলে শহিদ এবং আহতরা যে স্বপ্নের বাংলাদেশ দেখেছে, আমরা তারেক রহমানের নেতৃত্বে সে বাংলাদেশ গড়তে পারবো।’
তিনি বলেন, ‘বাংলাদেশ পরিবর্তনের সময় এসেছে। তারেক রহমানের নেতৃত্বে আমরা ফ্যাসিস্ট শেখ হাসিনার তৈরি করে যাওয়া শাসন ব্যবস্থা চিরতরে বিলুপ্ত করতে চাই। এজন্য তারেক রহমানের নেতৃত্বে এ দেশে তরুণদের নেতৃত্বে নিয়ে আসতে হবে এবং তরুণদের মাধ্যমে দেশকে বদলে দিতে হবে। আর সেটি করে যাচ্ছেন তারেক রহমান।’
আরও পড়ুন:
এসময় সারা দেশে ধানের শীষের প্রার্থীদের বিপুল ভোটে জয়যুক্ত করতে সবাইকে কাজ করার আহ্বানও জানান মীর স্নিগ্ধ।
মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন নাটোর জেলা বিএনপির আহ্বায়ক রহিম নেওয়াজ, যুগ্ন-আহবায়ক সাইফুল ইসলাম আফতাব, জেলা যুবদলের সভাপতি এহাই তালুকদার ডালিকসহ দলের অঙ্গ সংগঠনগুলোর নেতাকর্মীরা।





