নিজস্ব ভাবনা চাপিয়ে দিয়ে ঐকমত্য হবে না: আমির খসরু

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী
বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী | ছবি: সংগৃহীত
0

রাস্তায় নেমে চাপ সৃষ্টি করে কিংবা নিজস্ব ভাবনা অন্যের ওপর চাপিয়ে দিয়ে ঐকমত্য প্রতিষ্ঠা করা সম্ভব নয় বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী।

আজ (রোববার, ৯ নভেম্বর) দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) এক প্রকাশনা অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।

আমির খসরু বলেন, ‘দায়িত্ব পেলে যাতে দ্রুত জনগণের প্রত্যাশা পূরণ করা যায়, সে প্রস্তুতি বিএনপি নিচ্ছে।’

আরও পড়ুন:

তিনি আরও বলেন, ‘সংবিধানে নির্বাচনের দিন গণভোটের অনুমতি নেই।’ ‘শুধু বিএনপির উদারতার কারণেই দলটি এতে রাজি হয়েছে,’ যোগ করেন তিনি।

জনগণ নির্বাচনের মাধ্যমে মুক্তি চায় উল্লেখ করে বিএনপির এই নেতা বলেন, ‘দেশের মানুষ পারিবারিক সিদ্ধান্তসহ সবকিছু স্থগিত রেখে নির্বাচনের অপেক্ষায় আছে।’

এসএইচ