দাবি আদায় না হলে ১১ নভেম্বর ঢাকায় ইসলামি দলগুলোর মহাসমাবেশ

ইসলামি দলগুলোর যৌথ সংবাদ সম্মেলন
ইসলামি দলগুলোর যৌথ সংবাদ সম্মেলন | ছবি: সংগৃহীত
1

জুলাই সনদ বাস্তবায়নের আদেশ জারি ও নভেম্বরের মধ্যে গণভোট আয়োজনসহ ৫ দাবিতে ফের রাজপথে জামায়াত, ইসলামি আন্দোলনসহ সমমনা ৮ ইসলামি রাজনৈতিক দল। এর আগে পূর্ব ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি দিতে রাজধানীর পল্টনে সমবেত হন ৮টি রাজনৈতিক দলের নেতাকর্মীরা।

পল্টন মোড়ে সংক্ষিপ্ত সমাবেশে নেতারা জানান, ১০ নভেম্বরের মধ্যে দাবি আদায় না হলে ১১ তারিখ ঢাকায় মহাসমাবেশ করা হবে। জাতীয় নির্বাচন দুই মাস পিছিয়ে হলেও আগে গণভোট করার দাবি জানান দলগুলোর নেতারা।’

আরও পড়ুন:

এ সময় জামায়াতে নায়েবে আমির ডা. আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, ‘নির্বাচনের তফসিল ঘোষণার পরেও গণভোট আয়োজন সম্ভব। বিএনপিকে রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা জন্য কমিটি গঠনের আহ্বান জানান তিনি।’

পল্টন মোড় থেকে মিছিল মৎস্য ভবনের সামনে এলে বাধা দেয় পুলিশ। পরে মিয়া গোলাম পরওয়ারের নেতৃত্বে ৮ সদস্যদের প্রতিনিধি দল যমুনায় প্রধান উপদেষ্টার বারাবর স্মারকলিপি দেয়।

ইএ