নাঙ্গলকোটে বিএনপির মনোনয়নবঞ্চিতদের রেলপথ আটকে বিক্ষোভ

রেলপথ আটকে বিক্ষোভ
রেলপথ আটকে বিক্ষোভ | ছবি: এখন টিভি
0

কুমিল্লা-১০ (নাঙ্গলকোট-লালমাই) আসনে বিএনপির মনোনয়নবঞ্চিত মোবাশ্বের আলম ভূঁইয়ার সমর্থকরা ঢাকা-চট্টগ্রাম রেলপথ অবরোধ করে বিক্ষোভ করেছে। আজ (বুধবার, ৫ নভেম্বর) বিকেলে নাঙ্গলকোট উপজেলার রেলস্টেশনে বিকেল সাড়ে ৪টা থেকে এক ঘণ্টাব্যাপী অবরোধ কর্মসূচি পালন করে।

রেললাইনের ওপর টায়ার জ্বালিয়ে মিছিল স্লোগান করা শুরু করে মোবাশ্বের সমর্থকরা। এসময় পার্শ্ববর্তী লাকসাম সাগরিকা ও হাসানপুর স্টেশনে মহানগর গোধূলি ট্রেন আটকা পড়ে। অবরোধ তুলে নিলে রেল চলাচল স্বাভাবিক হয়।

উল্লেখ্য, কুমিল্লা-১০ আসনে বিএনপি থেকে জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়ন পেয়েছেন সাবেক সংসদ সদস্য আবদুল গফুর ভূঁইয়া।

আরও পড়ুন:

এদিকে কুমিল্লা-৬ আসনে মনোনয়ন বঞ্চিত বিএনপি নেতা হাজী আমিনুর রশিদ ইয়াসিনের পক্ষে বিক্ষোভ মিছিল করেছে হাজারো নারী কর্মীরা। আজ বিকেলে কুমিল্লা নগরীর বাদুরতলা থেকে নারীদের এ বিক্ষোভ মিছিল শুরু হয়ে নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।

এসময় তারা কুমিল্লা-৬ আসনে হাজী আমিনুর রশিদ ইয়াসিনকে বিএনপির মনোনয়ন দেয়ার জন্য দাবি জানান তারা।

কুমিল্লা-৬ আসনে বিএনপির মনোনয়ন পেয়েছেন সাবেক হুইপ ও সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী।

এসএস