বগুড়ায় খালেদা জিয়ার পক্ষে গণসংযোগে মানুষের ঢল

বগুড়ার গাবতলীতে খালেদা জিয়ার পক্ষে গণসংযোগ করেছেন বিএনপির নেতাকর্মীরা
বগুড়ার গাবতলীতে খালেদা জিয়ার পক্ষে গণসংযোগ করেছেন বিএনপির নেতাকর্মীরা | ছবি: সংগৃহীত
2

আসন্ন জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বিএনপির কেন্দ্রীয় দপ্তর থেকে গতকাল প্রার্থীদের নাম ঘোষণা করা হয়। এর পরপরই বগুড়ার গাবতলীতে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার পক্ষে ধানের শীষে ভোট চেয়ে লিফলেট বিতরণ, গণসংযোগ করেছেন পৌর বিএনপির নেতাকর্মীরা।

গতকাল (সোমবার, ৩ নভেম্বর) জেলা কেন্দ্রীয় শহিদ মিনার চত্বরে থেকে বিশাল র‌্যালি পৌর এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। জেলা বিএনপির মানবাধিকার বিষয়ক সম্পাদক ও সাবেক মেয়র সাইফুল ইসলামের নেতৃত্বে গাবতলী পৌর বিএনপির উদ্যোগে কর্মসূচিতে কয়েক হাজার নারী পুরুষ অংশ নেন। 

এতে পৌর বিএনপির সভাপতি কায়দোজ্জোহা টিপু, সাধারণ সম্পাদক আব্দুর রহিম পিন্টু, উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক আবুল হোসেন মোল্লা, পৌর বিএনপির সাবেক আহ্বায়ক ডা. ছাবেদ আলী, ইউপি চেয়ারম্যান আব্দুল ওহাব, তরিকুল ইসলাম, তাজুল ইসলাম ইউসুফ শাকিল, টুটুল, নুরনবী, ছাব্বির, কনক, বুলবুল, শিলু, জুয়েলসহ দলীয় নেতারা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন:

নেতারা বলেন, দেশনেত্রী খালেদা জিয়া এ আসনে নির্বাচন করবেন। আমরা তার পক্ষে ধানের শীষে ভোট চেয়ে ৩১ দফার লিফলেট বিতরণ শুরু করলাম। শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্মভূমি গাবতলীর আসন থেকে দেশের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে সর্বোচ্চ ভোট দিয়ে নির্বাচিত করবো। নির্বাচনের আগ পর্যন্ত প্রতিটি ঘরে ঘরে প্রচারণা অব্যাহত থাকবে।

সন্ধায় বগুড়া-৬ আসনে (সদর) বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও ৭ নম্বর আসনে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে প্রার্থী ঘোষণা করায় জেলা বিএনপি তাৎক্ষণিক আনন্দ মিছিল করেছে।

এসএইচ