১৬ দিনের বিদেশ সফর শেষে মঙ্গলবার ভোরে দেশে ফেরেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। দলের আমিরকে স্বাগত জানাতে গতকাল (সোমবার, ৩ নভেম্বর) মধ্যরাতে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে জড়ো হন নেতাকর্মীরা।
বিমানবন্দরে নেমে ডা. শফিকুর রহমান সরকারের কাছে প্রতিশ্রুত সময়েই নির্বাচন দাবি তিনি। তবে, জুলাই সনদ বাস্তবায়ন, গণভোটসহ বেশ কয়েকটি ইস্যুতে সাম্প্রতিক রাজনৈতিক উত্তেজনা যেন মতবিরোধে রূপ না নেয় সে ব্যাপারে সতর্ক করেন তিনি।
জামায়াত আমির বলেন, ‘অক্টোবরের ৩০ তারিখ পর্যন্ত সময় বেঁধে দেয়া হয়েছিল। এই সময়ের মধ্যে যে সফ্টওয়্যার এখানে ইনস্টল করা হয়েছে, সেটা প্রোপারলি ফাংশন করেনি। যার কারণে আগ্রহ ও চেষ্টা থাকা সত্ত্বেও অনেকেই ভোটার হতে পারেনি। নির্বাচন কমিশনের কাছে আমাদের দাবি থাকবে, কমপক্ষে আরও ১৫ দিন এ সময় বর্ধিত করা হোক। আমরা বলবো একজন নাগরিক প্রমাণের জন্য তার জাতীয় পরিচয়পত্র যথেষ্ট।’
আরও পড়ুন:
এর আগে, বিভিন্ন সময়ে নানা আসনে অনানুষ্ঠানিকভাবে দলীয় প্রার্থী ঘোষণা করেছে দলটি। তবে এবার জামায়াত আমির জানালেন শিগগিরই আসছে চূড়ান্ত প্রার্থী তালিকা।
ডা. শফিকুর রহমান বলেন, ‘আমাদের মধ্যে মতানৈক্য হোক, তবে দোয়া করেন মতবিরোধ যেন না হয়। মতের ভিন্নতা থাকবে, এটাই গণতন্ত্রের সৌন্দর্য। সব দল তো এক নয়, ভিন্ন ভিন্ন। তাদের দৃষ্টিভঙ্গিতেও কিছু পার্থক্য থাকবে সেটাই স্বাভাবিক।’
নির্বাচন কমিশনের প্রযুক্তিগত ত্রুটি থাকায় অনেকেই ভোটার হতে পারেননি। প্রবাসীদের ভোটার হতে নির্বাচন কমিশনের শর্ত জুড়ে দেয়ার সমালোচনা করেন তিনি
উল্লেখ্য, পবিত্র ওমরাহ পালন এবং যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য সফরের উদ্দেশে ১৯ অক্টোবর ঢাকা ত্যাগ করেন ডা. শফিকুর রহমান। সফরে বিভিন্ন দেশের সরকারি-বেসরকারি বিভিন্ন সংস্থার সাথে বৈঠক করার কথা জানান তিনি।





