আজ (সোমবার, ৩ নভেম্বর) বিকেলে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠক শেষে সংবাদ ব্রিফিংয়ে প্রার্থীদের নাম ঘোষণা করেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
নারী প্রার্থীদের মধ্যে খালেদা জিয়া দিনাজপুর-৩, বগুড়া-৭ ও ফেনী-১ আসন থেকে নির্বাচন করবেন। এছাড়া মনোনয়ন পাওয়া বাকি নারী প্রার্থীরা হলেন, নাটোর-১ আসনে ফারজানা শারমিন; যশোর-২ আসনে মোছা. সাবিরা সুলতানা; ঝালকাঠি-২ আসনে ইসরাত সুলতানা ইলেন ভুট্টু; শেরপুর-১ আসনে সানসিলা জেবরিন; মানিকগঞ্জ-৩ আসনে আফরোজা খান রিতা; ঢাকা-১৪ সানজিদা ইসলাম তুলি; ফরিদপুর-২ আসনে শ্যামা ওয়াবেদ ইসলাম ও সিলেট-২ আসনে মোছা. তাহসিনা রুশদী।





