শেখ হাসিনার বক্তব্যের সঙ্গে ডা. তাহেরের বক্তব্য মিলে যাচ্ছে: রিজভী

রুহুল কবির রিজভী
রুহুল কবির রিজভী | ছবি: এখন টিভি
3

শেখ হাসিনার বক্তব্যের সঙ্গে জামায়াতের নেতা ডা. তাহেরের বক্তব্য মিলে যাচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। আজ (বুধবার, ২৯ অক্টোবর) দুপুরে নরসিংদীর মাধবদীতে হেরিটেজ রিসোর্টের হলরুমে জেলা বিএনপি আয়োজিত নতুন সদস্য সংগ্রহ ও নবায়ন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

রুহুল কবির রিজভী বলেন, ‘একটি রাজনৈতিক দল ঘোলা পানিতে মাছ শিকার করার চেষ্টা করছে। আন্দোলনে ছিলেন কিন্তু এখন রাজনৈতিক স্বার্থ উদ্ধারের জন্য ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা করছেন। সেই রাজনৈতিক দলকে আপনারা চেনেন না? আপানার চেনেন তারা কারা।’

তিনি বলেন, ‘তাদের এক নেতা ডা. তাহের বলেছেন আগামী নির্বাচন নাও হতে পারে। আগে জুলাই সনদ পাস করতে হবে। আগামী নির্বাচন নাও হতে পারে কেন? আপনার কথার সঙ্গে তো শেখ হাসিনার কথা মিলে যাচ্ছে। ডা. তাহের সাহেব আপনি একটি রাজনৈতিক দলের নায়েবে আমির, আপনি বলছেন নির্বাচন নাও হতে পারে। এটা কীসের আলামত, কীসের ইঙ্গিত? আপনি কীভাবে এ কথা বলছেন? কোথা থেকে আপনাদের বাণী আসছে? কোথা থেকে আপনাদের বার্তা আসছে?— এটা আজকে জনগণ জানতে চায়।’

বিগত সরকারের সমালোচনা করে তিনি বলেন, ‘শেখ হাসিনা গণতন্ত্র ধ্বংসকারী এবং গণতন্ত্রকে গোরস্থানে পাঠিয়েছে। মানুষের কথা বলার স্বাধীনতা নেই। রাজনৈতিক দলগুলোর সভা সমাবেশ করার স্বাধীনতা নেই এই ছিলো শেখ হাসিনার পরিস্থিতি। শেখ হাসিনা আরেকটি দেশে আশ্রয় নিয়েছে, তিনি কি বসে আছেন? বিদেশে বসে দেশকে অস্থিতিশীল করতে চাচ্ছেন।’

আরও পড়ুন:

দলটির কেন্দ্রীয় এ নেতা বলেন, ‘যারা সমাজে চাঁদাবাজি করে, সমাজের মধ্যে আতঙ্ক তৈরি করে, যারা নদীর বাকি দখল করে তারা বিএনপির সদস্য হতে পারবে না। তাদের জন্য বিএনপির দরজা বন্ধ।’

এ সময় তিনি বলেন, ‘সমাজের যারা সজ্জন মানুষ, যারা ভালো মানুষ, রিটায়ার্ড কর্মকর্তা ও কর্মচারী, স্কুল ও কলেজের শিক্ষক, কৃষক প্রত্যেকেই বিএনপির সদস্য হতে পারবে। কিন্তু হাসিনার আমলে যারা মানুষ হত্যা করেছে, যারা রক্তাক্ত করেছেন জনপদের পর জনপদ তারা বিএনপির সদস্য হতে পারবেনা।’

নরসিংদী জেলা বিএনপির সদস্য সচিব মঞ্জুর এলাহীর সঞ্চালনায় এ সময় জেলা বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের সভাপতি তো করেন ডাকসুর সাবেক জিএস এবং নরসিংদী জেলা বিএনপির সভাপতি খায়রুল কবির খোকন।

ইএ